চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বণিক বার্তা ডেস্ক

কিশোরগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল ও গত শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর

কিশোরগঞ্জ: মিঠামইন উপজেলায় বাসের ধাক্কায় মুন্না (১১) নামে বাইসাইকেল আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। মুন্না উপজেলার বড়কান্দা গ্রামের মো. নাজিম উদ্দিন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল বাইসাইকেলে চড়ে বাড়ির সামনে কিছু একটা কিনতে গিয়েছিল মুন্না। ফেরার পথে বড়পুল এলাকায় অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

নওগাঁ: পত্নীতলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিথী (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টায় সাপাহার-নজিপুর আঞ্চলিক মহাসড়কের নকুচা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিথী উপজেলার বহিরামপুর এলাকার বেলাল হোসেনের মেয়ে।

পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী বলেন, জেলা সদর থেকে ছেড়ে আসা কালিমি পরিবহনের বাসটি নকুচা এলাকায় পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ: সলঙ্গায় ট্রাকচাপায় ইমাম হাফেজ আব্দুল মোমিন (২৮) নামে এক বাইসাইকেল আরোহী মারা গেছেন। আব্দুল মোমিন থানার দিয়ারপাড়া বড় গোজা গ্রামের ছোলাইমান মিয়ার ছেলে। গত শনিবার রাত ৮ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহমেদ বলেন, মোমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

নারায়ণগঞ্জ: শিমরাইল মোড়ে কভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হূদয় (২৬)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, শিমরাইল মোড়ে এসিআই কোম্পানির একটি কভার্ড ভ্যান মোটরসাইকেল আরোহী হূদয়কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন