ক্যালিফোর্নিয়ায় দাবানলে বিদ্যুিবচ্ছিন্ন হবে ২০ লাখ মানুষ

বণিক বার্তা ডেস্ক

মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় এখনো দাবানল ছড়াতে থাকায় ২০ লাখের বেশি মানুষ বিদ্যুিবচ্ছিন্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা অঙ্গরাজ্যটির ইতিহাসের বৃহত্তম বিদ্যুিবচ্ছিন্নের ঘটনা হবে। খবর বিবিসি।

তীব্র বাতাসের পূর্বাভাসের কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অঞ্চলটিতে বিদ্যুিবচ্ছিন্নের কাজ শুরু করেছে প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক (পিজিঅ্যান্ডই) কোম্পানি। তীব্র দমকা হাওয়ায় স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হতে ও নতুন অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে বলে কোম্পানিটি জানিয়েছে। এর মধ্যে উত্তর ক্যালিফোর্নিয়ার ৩৬টি কাউন্টির ৯ লাখ ৪০ হাজার বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুিবচ্ছিন্ন হয়ে পড়বে।

গত বুধবার ক্যালিফোর্নিয়ার উত্তর ও দক্ষিণাংশে বিভিন্ন স্থানেকিনকেড ফায়ার নামে এ দাবানলের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে প্রায় ৪০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

নতুন করে উত্তরাঞ্চলীয় শহরগুলোর প্রায় ৯০ হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে, যার মধ্যে ওয়াইন অঞ্চল হিসেবে পরিচিত সোনোমা কাউন্টির বিশাল এলাকা রয়েছে। কিনকেড ফায়ারে এরই মধ্যে কাউন্টিটির প্রায় সাড়ে ২৫ হাজার একর এলাকা পুড়ে গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন