ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড

কী আছে নতুন ১০ মিনিটে?

ফিচার ডেস্ক

ওয়ান্স আপন টাইম ইন হলিউড এতদিন ছিল ১৬১ মিনিটের ফুরফুরে সময় এখন এর সঙ্গে যুক্ত হয়েছে আরো ১০ মিনিট অনেক চলচ্চিত্র সমালোচকই এখন দ্বিতীয়বার ছবিটি দেখার পরিকল্পনা করছেন, কেউবা দেখেও ফেলেছেন

এবারের অস্কারের অন্যতম প্রতিদ্বন্দ্বী টারান্টিনোর ওয়ান্স আপন টাইম ইন হলিউড মুক্তির কয়েক মাস পরে এখন সিনেমাটিতে যুক্ত হয়েছে নতুন ১০ মিনিট এবং যুক্তরাষ্ট্রে বর্ধিত অংশসহ ছবিটির প্রদর্শন শুরু হয়েছে ছবিটি দেখে দ্য গার্ডিয়ানের সমালোচক জর্ডান হফম্যান তার এক বন্ধুকে বলেছিলেন, ‘আমি ব্র্যাড পিটকে লস অ্যাঞ্জেলেসের চারপাশে আরো ড্রাইভ করতে দেখতে চাই

ওয়ান্স আপন টাইম ইন হলিউড এতদিন ছিল ১৬১ মিনিটের ফুরফুরে সময়, এখন এর সঙ্গে যুক্ত হয়েছে আরো ১০ মিনিট অনেক চলচ্চিত্র সমালোচকই এখন দ্বিতীয়বার ছবিটি দেখার পরিকল্পনা করছেন, কেউবা দেখেও ফেলেছেন

কী আছে ওয়ান্স আপন টাইম ইন হলিউড ছবিতে যুক্ত নতুন ১০ মিনিটে?

যারা এই নতুন ১০ মিনিট নিয়ে আগ্রহী, তাদের জন্য বলা যায় যে নতুন যোগ করা ফুটেজ আসলে অতিরিক্ত কোনো দৃশ্য নয় এখানে মূলত কিছু ফাঁকিবাজি করা হয়েছে একটি দৃশ্যকে কিছুটা টেনে লম্বা করা হয়েছে, যা সেভাবে প্রয়োজনীয় ছিল না অপ্রয়োজনীয় হলেও দেখতে ভালো লাগবে নতুন যুক্ত দৃশ্যগুলো ডিভিডি বোনাস ফিচারের মতো বিবেচনা করা যেতে পারে, এর বেশি কিছু নয় তার পরও বলতে হয় এগুলো বছরের অন্যতম সেরা ছবির ডিভিডি বোনাস

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন