শ্লথ অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বে দিশেহারা ইরান

বণিক বার্তা ডেস্ক

৩৫ দশমিক শতাংশ নিয়ে দেশটির মূল্যস্ফীতি এরই মধ্যে আকাশ ছুঁয়েছে বলে জানিয়েছে আইএমএফের প্রতিবেদন গগনচুম্বী মূল্যস্ফীতি একচেটিয়াভাবে সেখানকার গ্রামীণ জনগোষ্ঠীকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে বলে উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বিশেষত খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়ায় নাভিশ্বাস উঠছে ইরানি জনগণের

অন্যদিকে দেশটির সার্বিক মূল্যস্ফীতি ৪৭ দশমিক শতাংশ বলে জানিয়েছে ইরানের পরিসংখ্যান কেন্দ্র (এসসিআই) তবে দেশটির খাদ্য জ্বালানির মূল্যস্ফীতির হার ৬৩ দশমিক শতাংশ বলে জানিয়েছে এসসিআই

দেশটির রেকর্ড মূল্যস্ফীতি নিয়ে ইরানভিত্তিক অর্থনীতিবিদ এহসান সুলতানি বলেন, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেই যদি আয়ের সিংহভাগ ব্যয় হয়ে যায়, তবে অন্য কিছু করার কোনো অর্থই মানুষের হাতে বাকি থাকে না তিনি বলেন, একান্ত প্রয়োজনীয় জিনিস কিনতেই যদি মানুষ সর্বস্বান্ত হয়ে পড়ে, সে পরিস্থিতিতে কোনো দেশের অর্থনীতি সম্প্রসারণ হতে পারে না

এসসিআই প্রতিবেদন বলছে, চলতি বছরের আগস্টের শেষে দেশটির খাদ্য, পানীয় টোব্যাকোর মূল্যস্ফীতি আগের বছরের তুলনায় বেড়ে ৬০ শতাংশে দাঁড়িয়েছে অন্যদিকে একই সময় গড়ে সেখানকার প্রতি বর্গমিটার বাসার মূল্য বেড়েছে ৮২ শতাংশ এদিকে পূর্বাভাসকৃত ঋণাত্মক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতির হার তুলনা করা হলে দেশটিতে বিরাজমানস্ট্যাগফ্লেশন বা নিশ্চলতা-স্ফীতিধরা পড়বে বলে জানিয়েছেন ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো সারা ব্যাজোব্যান্দি প্রসঙ্গত, প্রবৃদ্ধি কমার সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতি বৃদ্ধিকে স্ট্যাগফ্লেশন বলা হয়

ব্যাজোব্যান্দি বলেন, ইরানে বিরাজমান পরিস্থিতিতে কপর্দকশূন্য মানুষের জীবনযাপনের ব্যয় ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে পরিস্থিতিকে সামাজিক অর্থনৈতিক বিপর্যয় বলে জানিয়েছেন তিনি তেহরানের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও সেপ্টেম্বরে দেশটির বেকারত্বের হার ১০ দশমিক শতাংশ কমেছে বলে জানিয়েছে এসসিআই এসসিআইয়ের পরস্পরবিরোধী পরিসংখ্যান নিয়ে বিশেষজ্ঞদের মতামত হলো, বেকারত্বের হার কমার বিষয়টি কর্মসংস্থান বলতে কী বোঝায়, সেটির সঙ্গে মিলিয়ে পড়তে হবে কতটা কর্মসংস্থান তৈরি হলো, তা দিয়ে কোনো দেশের বেকারত্বের হার কমার বিষয়টি বোঝা সম্ভব নয়

উল্লেখ্য, ১৫ বছর বা তার বেশি বয়সীরা সপ্তাহে ঘণ্টা কাজ করলে তাকে বেকার নয় বলে গণনা করে ইরান কর্তৃপক্ষ তবে দেশটির তারুণ্যের বেকারত্বের হার ২৬ শতাংশ, যা বেশ উঁচু দেশটির মোট আট কোটি জনসংখ্যার ৪০ শতাংশের বয়স ২৫ বছরের কম

উপসাগরীয় দেশটির সার্বিক অবস্থা সম্পর্কে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন