পোশাক খাতে মন্দা

পাঁচ হাজার কোটি টাকার সমর্থন চায় বিজিএমইএ

বদরুল আলম

ক্রয়াদেশ সংকটে ছোট কারখানা বন্ধ হচ্ছে। কমছে বড়দের ক্রয়াদেশও। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেই ঋণাত্মক প্রবৃদ্ধিতে পড়েছে পোশাক রফতানি। টাকার অতি মূল্যায়নকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন খাতের উদ্যোক্তারা। তাদের দাবি, ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়ায় রফতানির বিপরীতে কম অর্থ পাওয়া যাচ্ছে। থেকে উত্তরণে সর্বোচ্চ প্রায় হাজার কোটি টাকার সমর্থন চেয়েছেন পোশাক শিল্পের প্রতিনিধিরা।

আর্থিক সুবিধার বিষয়টি উল্লেখ করে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি চিঠি পাঠিয়েছে। সংগঠনটির সভাপতি . রুবানা হক স্বাক্ষরিত চিঠিতে পোশাক শিল্পের মন্দা মোকাবেলায় মোট ১৪টি সহায়তা চাওয়া হয়েছে। এর মধ্যে সর্বপ্রথম যে সুবিধাটি চাওয়া হয়েছে, তা মুদ্রা বিনিময় হারসংক্রান্ত। সেখানে বলা হয়েছে, কাঁচামাল আমদানি অন্যান্য ব্যয়ের পর রফতানীকৃত পোশাকের বিপরীতে প্রাপ্ত মূল্যের ২৫ শতাংশ ধরে রাখতে পারেন উদ্যোক্তারা। ২৫ শতাংশের ওপর ডলারপ্রতি অতিরিক্ত থেকে টাকা পর্যন্ত চেয়েছেন পোশাক শিল্পের উদ্যোক্তারা।

২০১৮-১৯ অর্থবছর পোশাক রফতানির পরিমাণ ছিল ৩৪ বিলিয়ন ( হাজার ৪০০ কোটি) ডলার। চলতি অর্থবছর শতাংশ প্রবৃদ্ধি ধরে রফতানি প্রক্ষেপণ করা হয়েছে প্রায় ৩৭ বিলিয়ন ডলারের। ২৫ শতাংশ হিসাবে ৩৭ বিলিয়ন ডলারে মূল্য সংযোজনের পরিমাণ দাঁড়ায় ৯২১ কোটি ৬০ লাখ ডলার। এর ওপর ডলারপ্রতি অতিরিক্ত টাকা দেয়া হলে তহবিলের পরিমাণ দাঁড়ায় হাজার ৮৪৩ কোটি টাকা। ডলারপ্রতি টাকা অতিরিক্ত দিলে তহবিলের আকার দাঁড়ায় হাজার ৭৬৪ কোটি টাকা। টাকা অতিরিক্ত দেয়া হলে তহবিলের আকার দাঁড়াবে যথাক্রমে হাজার ৬৮৬ হাজার ৬০৭ কোটি টাকা। হিসাবে সর্বনিম্ন হাজার ৮৪৩ কোটি থেকে সর্বোচ্চ হাজার ৬০৭ কোটি টাকা চেয়েছে বিজিএমইএ।

জানতে চাইলে বিজিএমইএ সভাপতি . রুবানা হক বণিক বার্তাকে বলেন, গত ছয় মাসে ৫৯টি কারখানা বন্ধ হয়েছে। চাকরিচ্যুত হয়েছেন ২৫ হাজারের বেশি শ্রমিক। কারখানায় ক্রয়াদেশ কম। অর্থবছরের প্রথম প্রান্তিকে রফতানি প্রবৃদ্ধি ছিল নেতিবাচক। প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে পারছেন না উদ্যোক্তারা। পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের কাছে বেশকিছু সহায়তা চাওয়া হয়েছে।

পোশাক শিল্পে মন্দার কথা বলতে গিয়ে প্রথমেই তাত্পর্যহীন রফতানি প্রবৃদ্ধির কথা উল্লেখ করেছে বিজিএমইএ। গভর্নরের কাছে পাঠানো চিঠিতে সংগঠনটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন