বৈধ পথে রেমিট্যান্স বাড়ানোই ২% প্রণোদনার মূল লক্ষ্য : অর্থমন্ত্রী

বণিক বার্তা ডেস্ক

মুস্তফা কামাল বলেছেন, রেমিট্যান্স প্রেরণকারীরা দেশের অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখছেন। বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়ানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতাংশ প্রণোদনার মূল লক্ষ্য। সম্প্রতি লন্ডনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে প্রণোদনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী উদ্যোগ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। খবর বাসস।

অনুষ্ঠানে ২০টির বেশি রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সংশ্লিষ্ট বিষয় নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন। বক্তব্যে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রেমিট্যান্সের ওপর প্রণোদনা গত জুলাই থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশে সরাসরি বিনিয়োগ বা এফডিআই বিদেশী সহায়তা বাড়ছে। বিদেশী বিনিয়োগ বেড়েছে প্রায় ৪০ শতাংশ। ডুয়িং বিজনেস সূচক-২০২০- বাংলাদেশের উন্নতি হয়েছে, এবার দেশটি আট ধাপ এগিয়েছে।

আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন রেমিট্যান্স হাউজের প্রতিনিধিরা অংশ নিয়ে প্রবাস-আয়ের ওপর প্রণোদনা দেয়ার জন্য সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

তারা আশা প্রকাশ করেন, প্রণোদনার কারণে বাংলাদেশে বৈধ পথে রেমিট্যান্সের প্রবাহ বাড়বে। তারা এক্ষেত্রে সরকার গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশীদের মধ্যে প্রচার-প্রচারণা জোরদার করার পরামর্শ দেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন