আলোচনায় বক্তারা

স্বাস্থ্যসেবায় নারীবান্ধব পরিবেশ নিশ্চিতে জেন্ডার পলিসি প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যসেবায় নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সব প্রতিষ্ঠানে জেন্ডার পলিসি অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে শুধু নারী নয়, সব লিঙ্গের মানুষের স্বাস্থ্য অধিকার রক্ষায় নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গতকাল স্বাস্থ্যসেবায় নারীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তাদের আলোচনায় কথা উঠে আসে।

অনুষ্ঠানে বিএসএমএমইউর অ্যাডিশনাল ইন্সপেকশন অফিসার . সাকি খন্দকার বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে জেন্ডার পলিসি গ্রহণের বিষয়ে পুরুষদেরও এগিয়ে আসতে হবে। কারণ পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ যদি বন্ধুর মতো নারীকে সমর্থন না দেয়, তাহলে কোনোভাবেই স্বাস্থ্যসেবায় নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। একই সঙ্গে নারীদের তাদের কর্মপরিবেশসহ সব জায়গায় নিজেদের অধিকারের বিষয়ে আরো যত্নবান হতে হবে, প্রয়োজনে অধিকার আদায় করে নিতে হবে। কারণ কেউ কারো জন্য জায়গা ছেড়ে দেয় না।

স্বাস্থ্যসেবায় নারীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ শীর্ষক অনুষ্ঠানে মূল প্রবন্ধ তুলে ধরেন বিএসএমএমইউর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক . ফারিহা হাসিন। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে নারী-পুরুষের সমতা নিশ্চত করতে হবে। সুতরাং স্বাস্থ্যসেবায় নারী রোগী নারী চিকিৎসকদের জন্যও সমান নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে হাসপাতাল জেন্ডারবান্ধব হওয়া ভীষণ জরুরি। বাংলাদেশ নারীর সমতা রক্ষায় প্রতিটি ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় সবার চেয়ে এগিয়ে রয়েছে। এবার আরো সফলতা পেতে স্বাস্থ্যসেবায় নারীবান্ধব পরিবেশের দিকে নজর দেয়ার সময় এসেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন