ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শিশুসহ আরো দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সকালে ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা যায়, সকাল ৯টা ২৫ মিনিটে ধানমন্ডি / সড়কে ঈদগাহ মাঠের পাশের ১২তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ১০টা ১০ মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. রাসেল জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই ভবন থেকে দুজন নারী এক শিশুকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধার মৃত্যু হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আগুনের ঘটনায় তিনজনকে আনার পর এক বৃদ্ধাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ধোঁয়ায় দম বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে। অন্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন