রাজস্ব বণ্টন নিয়ে মুখোমুখি আইসিসি-বিসিসিআই?

রাজস্বের বণ্টন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে সদস্য দেশগুলোর বিরোধ আসন্ন দুই পক্ষের লড়াইয়ে আবার নেতৃত্ব দিতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই), সদ্যই যার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি

আইসিসি ইঙ্গিত দিয়েছে, নানা কারণে তাদের খরচ বেড়ে যাওয়ায় ভবিষ্যতে রাজস্ব কম পাবে সদস্য দেশগুলো নানাবিধ কার্যক্রমের খরচ, টুর্নামেন্ট আয়োজনের খরচ নতুন দুটি সদস্য দেশের (আফগানিস্তান আয়ারল্যান্ড) কারণে খরচ আগের চেয়ে বেশ বেড়ে গেছে আইসিসির কারণে সদস্য দেশগুলো আগে যে রাজস্ব পেত, এখন তুলনামূলকভাবে বেশ কমে যাবে সবচেয়ে বেশি কমবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আগের হিসাবে তাদের পাওয়ার কথা ছিল ৪০৫ মিলিয়ন ডলার, কিন্তু এখন পাবে ৩৭২ মিলিয়ন ডলার অর্থাৎ আগের চেয়ে ৩৩ মিলিয়ন ডলার কম পাবে ভারত

ভারতীয় বোর্ডের নতুন প্রেসিডেন্ট গাঙ্গুলিই সম্প্রতি রাজস্ব কম পাওয়ার তথ্যটি জানান এবং এর বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেন সবচেয়ে ধনী ক্ষমতাধর বোর্ড বিসিসিআই হয়তো রাজস্ব কিছুটা কমে যাওয়ার ধাক্কা সামলে উঠতে পারবে, তবে সংকটে পড়বে অন্যরা, যাদের সামগ্রিক ব্যয় নির্বাহের উৎস ওই আইসিসির রাজস্ব আট বছরের চক্রে সাতটি বোর্ডের পাওয়ার কথা ছিল ১২৮ মিলিয়ন ডলার করে, তবে এখন তারা পাবে ১১৫ মিলিয়ন ডলার

বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই গাঙ্গুলি আইসিসির কাছ থেকে রাজস্বের ন্যায্য ভাগ আদায়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন এছাড়া ২০২৩ বিশ্বকাপের পর পরের আট বছরের চক্রে নতুন একটি টুর্নামেন্ট করার যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আইসিসি, তারও বিরোধিতা করবে গাঙ্গুলির প্রশাসন ধরে নেয়া হচ্ছে, আইসিসি বিসিসিআইয়ের দ্বন্দ্ব আসন্ন

২০১৭ সালে নতুন আর্থিক মডেলে স্বাক্ষর করে আইসিসির সদস্য দেশগুলো ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৭০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আইসিসি সংস্থাটির সব ধরনের ব্যয় অন্যান্য খরচ বাদ দেয়ার পর নিট উদ্বৃত্ত থাকার কথা ১৭৭ কোটি ৬০ লাখ ডলার, যার মধ্যে পূর্ণ সদস্য দেশগুলোর পাওয়ার কথা ১৫৩ কোটি ৬০ লাখ ডলার এবং সহযোগী দেশগুলোর পাওয়ার কথা ২৪ কোটি ডলার পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বিসিসিআইয়ের ৪০ কোটি লাখ ডলার এবং ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ১৩ কোটি ৯০ লাখ ডলার পাওয়ার কথা এছাড়া অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন