চবির ভর্তি পরীক্ষা শুরু আজ

বণিক বার্তা প্রতিনিধি চবি

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবারের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট দুটি উপ-ইউনিটের অধীনে বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদের অধিভুক্ত ৪৮টি বিভাগ ছয়টি ইনস্টিটিউটের মোট হাজার ৯২৬টি আসনের বিপরীতে লাখ ৬৬ হাজার ৮৭০টি আবেদন জমা পড়েছে ফলে প্রতি আসনের জন্য লড়বেন ৩৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে শুধু একটি কেন্দ্র হাটহাজারী সরকারি কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে

আজ বি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তিযুদ্ধ শুরু হবে ইউনিটের অধীনে কলা মানববিদ্যা অনুষদের অধিভুক্ত ১১টি বিভাগ দুটি ইনস্টিটিউটের মোট হাজার ৯টি আসনের বিপরীতে ৪২ হাজার ৮টি আবেদন জমা পড়েছে

ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী তিনি জানান, প্রক্টরিয়াল বডির সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যতীত সব ধরনের পোস্টার, ব্যানার, লিফলেট, নিষিদ্ধ করা হয়েছে এবং এসব অপসারণের কাজও চলছে ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ, মিটিং-মিছিল নিষিদ্ধ করা হয়েছে দূর-দূরান্ত থেকে আসা ছাত্রী নারী অভিভাবকদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জননেত্রী শেখ হাসিনা হলে বিশ্রাম ওয়াশরুম ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অস্থায়ী সব হোটেল খাবারের দোকানে নির্ধারিত মূল্য তালিকা সাঁটানো বাধ্যতামূলক করা হয়েছে ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসের ভেতরে সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদের ব্যবস্থাপনায় অভিভাবকদের জন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে

ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে দুই জোড়া শাটল ট্রেন নয়বার করে মোট ১৮ বার এবং একটি ডেমু ট্রেন দুবার করে মোট চারবার যাতায়াত করবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন