ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড

আরো নতুন দৃশ্য যোগ করলেন টারান্টিনো

ফিচার ডেস্ক

চীনের সঙ্গে টারান্টিনোর ছবির সমস্যা দূর হচ্ছে না সর্বশেষ পরিচালককে তার নতুন ছবি ওয়ান্স আপন টাইম ইন হলিউড চীনে প্রদর্শন করতে চাইলে ছবির কিছু দৃশ্য বাদ দিতে হবে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ টারান্টিনো দাবি অগ্রাহ্য করেছেন তিনি কোনো দৃশ্য বাদ দিবেন না বরং উল্টো তিনি পুরোই অন্য দিকে হাঁটছেন: তিনি আমেরিকা কানাডায় পরিবেশনের জন্য ছবিতে আরো কিছু নতুন দৃশ্য সংযোজন করেছেন সপ্তাহের শেষেই ছবির নতুন সংস্করণের প্রিমিয়ার হবে প্রায় ১০ মিনিটের নতুন দৃশ্যের ওয়ান্স আপন টাইম ইন হলিউডের প্রর্দশনী হবে সীমিত আকারে

তবে নতুন দৃশ্যসংবলিত ছবি আমেরিকার বাইরে প্রদর্শিত হবে কিনা নিশ্চিত নয় তবে উত্তর আমেরিকার দর্শকরা থিয়েটারের এক হাজার পর্দায় বর্ধিত ১৭১ মিনিটের ছবিটি উপভোগের সুযোগ পাবেন

লিওনার্দো ডিক্যাপ্রির , ব্র্যাড পিট মারগট রোবি অভিনীত ১৯৬৯ সালের পরিবর্তিত হলিউডের চলচ্চিত্র শিল্পের প্রেক্ষাপটে নির্মিত ছবিটি ব্যবসায়িকভাবেও সাফল্যের মুখ দেখেছে বিশ্বজুড়ে ৩৬৮ মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি এরই মধ্যেদর্শকরা দারুণ সাড়া দিয়েছে ছবিটির প্রতি, তাদের অব্যাহত সমর্থনের প্রতি আস্থা রেখেই আমরা ছবিটি প্রকৃতপক্ষে যে রকম হওয়া উচিত ছিলসে রকমভাবেই দ্বিতীয়বার দেখার সুযোগ তৈরি করে দিয়েছি প্রেক্ষাগৃহের বড় পর্দায়, ষাটের দশকের নতুন দৃশ্যাবলি, শব্দ কুয়েন্টিন টারান্টিনোর কাছ থেকে পাওয়া বাড়তি কিছু’—বলেন সনি পিকচার্সের অভ্যন্তরীণ পরিবেশক প্রধান অ্যাডাম স্মিথ

ইউরোপ বিশ্ববাজারে টারান্টিনোর ওয়ান্স আপন টাইম ইন হলিউড ছবির বর্ধিত সংস্করণ প্রদর্শিত হবে কিনা জানতে আরো অপেক্ষা করতে হবে আর নয়তো আরো পরে হোম এন্টারটেইনমেন্ট ফরম্যাটে মুক্তি দেয়া হবে ছবিটি

আরেকটা সম্ভাবনাও আছে টারান্টিনোর হেইটফুল এইট ছবির মতো ওয়ান্স হলিউডকেও মিনি সিরিজ আকারে পরে নেটফ্লিক্সে ছাড়া হতে পারে

 

সূত্র: ভ্যানিটি ফেয়ার

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন