নেটফ্লিক্সের প্লেব্যাক স্পিড ফিচার

৩ ঘণ্টার চেয়ে কম সময় লাগবে দি আইরিশম্যানে!

ফিচার ডেস্ক

নেটফ্লিক্সে যারা সিনেমা দেখেন, তাদের জন্য নতুন একটি ফিচার সংযোজন করতে যাচ্ছে স্ট্রিমিং প্লাটফর্ম নতুন ব্যবস্থায় একজন দর্শক চাইলে ছবির গতি .৫ X স্পিডে দেখতে পাবেন এতে মার্টিন স্করসেসের নতুন ছবি দি আইরিশম্যান দেখতে ঘণ্টার চেয়েও কম সময় লাগবে

সুবিধায় নেটফ্লিক্সের দর্শক বিভিন্ন স্পিডে ছবি দেখার সুযোগ পাবেন ফলে ব্যবহারকারীরা অনেক ছবিই নির্দিষ্ট সময়ের আগেই শেষ করতে পারবেন এতে দর্শককে ছবির কোনো দৃশ্যই বাদ দিয়ে যেতে হবে না শুধু ছবির সামনে এগোনোর গতি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন

ভ্যারাইটি জানাচ্ছে, নেটফ্লিক্স এরই মধ্যে তার অ্যানরয়েড অ্যাপে সুবিধা সংযুক্ত করেছে ফলে ব্যবহারকারী এখন থেকে .৫ X স্পিডে ছবি উপভোগ করতে পারবেন ভ্যারাইটি আরো জানাচ্ছে, নেটফ্লিক্স শুধু এই একটি ফিচার নিয়েই কাজ করছে না আরো বেশকিছু বিষয়ের পরীক্ষা-নীরিক্ষা চলছে তবে তার সবকিছুই হয়তো বড় প্লাটফর্মে প্রয়োগ হবে না তবে বিনোদন মিডিয়ার ক্ষুধা নিবারণে টিভি মুভির দর্শকদের জন্য নেটফ্লিক্স নানা সুযোগ-সুবিধা দিয়ে সেবাকে আরো আকর্ষণীয় করে তুলতে চাইছে উদ্যোগ তারই অংশ

তবে চলচ্চিত্র নির্মাতারা নেটফ্লিক্সের ছবির গতি বাড়িয়ে সময় কমানোর এসব ফিচারে আগ্রহী হবেন কিনা সেটাও একটা প্রশ্ন উদাহরণ হিসেবে দি আইরিশম্যান ছবির কথা বলা যায় মার্টিন স্করসেস কি তার দীর্ঘ ছবির গতি বাড়িয়ে কম সময়ে দেখানোর ব্যাপারে রাজি হবেন? সম্ভাবনা খুবই কম স্করসেস দর্শকদের সত্যিকারে চলচ্চিত্রের অভিজ্ঞতা নিশ্চিত করার ব্যাপারে খুবই যত্নবান দি আইরিশম্যান নিউইয়র্কের ঐতিহাসিক বেলাসকো থিয়েটারে প্রদর্শিত হবে পুরনো দিনের চলচ্চিত্র প্রদর্শনীর আদলেই

ব্যবস্থার পক্ষে-বিপক্ষেও এরই মধ্যে কথা শুরু হয়ে গেছে কিন্তু বাস্তবতা হলো মানুষের ব্যস্ততা, ধৈর্যহীনতার সঙ্গে তাল মেলাতে বিনোদন সূচিকেও পরিবর্তিত হয়ে স্বল্প-দৈর্ঘ্যের নানা ব্যবস্থার কথা ভাবতে হচ্ছে প্রচুর পরিমাণে স্বল্প দৈর্ঘ্যের বিনোদন সূচি মজুদ তৈরি করছে প্রায় সব স্ট্রিমিং প্লাটফর্মই

নেটফ্লিক্সের এক প্রতিনিধি ভ্যারাইটির কাছে বলেছেন, ‘আমরা সবসময়ই আমাদের দর্শকদের বিনোদনের দিকে নজর রাখছি ফলে আমরা প্লেব্যাক স্পিড অপশন প্রযুক্তি মোবাইলে সংযুক্ত করছি সেবা এক এক দেশে এক এক রকম হবে

সূত্র: ভ্যারাইটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন