হিলিতে আবার বাড়ছে পেঁয়াজের দাম

বণিক বার্তা প্রতিনিধি হিলি

পুরনো এলসির বিপরীতে ভারতে আটকে পড়া পেঁয়াজ এবং মিয়ানমারসহ অন্যান্য দেশ থেকে আমদানি হওয়ার ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দাম কিছুটা কমতির দিকে ছিল তবে মাত্র তিনদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম আবার বাড়তে শুরু করেছে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ সংকটে ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার 

হিলি স্থলবন্দরের পাইকারি খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকায় তিনদিন আগে যা ছিল ৮০ টাকা অন্যদিকে খুচরা বাজারে আমদানীকৃত ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা তিনদিন আগে ৭২ টাকা থেকে ৭৫ টাকায় বিক্রি হয়েছে

হিলি স্থলবন্দরের বিভিন্ন আমদানিকারকদের গুদাম ঘুরে দেখা গেছে, একজন ছাড়া কোনো আমদানিকারকের ঘরেই পেঁয়াজ নেই পুরনো এলসির বিপরীতে একজন আমদানিকারক পেঁয়াজ আনতে পারায় তার ঘরে কিছু পেঁয়াজ আছে ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু না হলে পেঁয়াজের দাম আর কমার কোনো সম্ভাবনা দেখছেন না তারা

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মিনহাজুল ইসলাম বলেন, বাজারে কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই, প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম তিন-চারদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৭২ থেকে ৭৫ টাকা কিনলেও এখন কিনতে হচ্ছে ১০০ টাকায় এত দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে ব্যয়ভার মেটানো অসম্ভব

পেঁয়াজের দাম হ্রাস-বৃদ্ধিতে অস্বস্তিতে আছেন ব্যবসায়ীরাও হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মনির হোসেন জানান, যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে, তাতে করে আমরা পেঁয়াজ কিনতেও ভয় পাচ্ছি কয়েক দিন আগে পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছিল, তখন আমদানীকৃত পেঁয়াজ ৭০-৭২ টাকা কেজি দরে কিনে ৭৫ টাকা পর্যন্ত বিক্রি করেছিলাম সেই পেঁয়াজের দাম আবার বাড়তে শুরু করেছে যা এখন কিনতেই হচ্ছে ৮৫ টাকায় যার কারণে ৯০ টাকা বিক্রি করেছি, কিন্তু এখন আবার আমদানিকারকদের পক্ষ থেকে দাম বাড়িয়ে দেয়া হচ্ছে ফলে খুচরা বাজারে আরো দাম বাড়তে পারে

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আহম্মেদ আলী হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন জানান, পুরনো এলসির বিপরীতে পেঁয়াজ রফতানির বিষয়ে ভারতের আদালত পর্যন্ত গড়ালেও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এতে করে দেশের বাজারে ভারত থেকে পেঁয়াজ আমদানির এখনই কোনো সম্ভাবনা নেই ফলে চাহিদার তুলনায় সরবরাহ কমার ফলে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন