জেনারেল মোটরস

৬ সপ্তাহ পর শেষ হলো শ্রমিকদের ধর্মঘট

বণিক বার্তা ডেস্ক

শ্রমিকদের সংগঠন ইউনাইটেড অটো ওয়ার্কারস (ইউএডব্লিউ) জেনারেল মোটরস (জিএম) কর্তৃপক্ষের একটি সমঝোতার পক্ষে শ্রমিকের রায় আসার মধ্য দিয়ে অবসান ঘটল প্রায় ছয় সপ্তাহব্যাপী ধর্মঘট চার বছর মেয়াদি নতুন চুক্তির পক্ষে রায় দেন অর্ধেকের বেশি শ্রমিক ছয় সপ্তাহদীর্ঘ ধর্মঘটে গাড়ি কোম্পানিটিকে ২০০ কোটি ডলার লোকসান গুনতে হয়েছে শ্রমিকদের ধর্মঘট মার্কিন অর্থনীতিকে বেশ নাড়া দিয়েছে খবর ব্লুমবার্গ

এদিকে চুক্তির পক্ষে সংগঠনটির ৫৭ দশমিক শতাংশ শ্রমিক ভোট দিয়েছেন বলে জানিয়েছে ইউএডব্লিউ কর্তৃপক্ষ, যা চুক্তি অনুমোদন করতে এবং ৫০ বছরের ইতিহাসের দীর্ঘতম ধর্মঘটের ইতি টানতে যথেষ্ট নিজেদের সঙ্গে জিএম কর্তৃপক্ষের আলোচনার কথা জানিয়েছেন ইউএডব্লিউর ভাইস প্রেসিডেন্ট টেরি ডিতেস

এবার আরেক গাড়ি নির্মাতা ফোর্ড মোটরের দিকে নজর দিতে যাচ্ছে শ্রমিক সংগঠনটি কোম্পানিটির সঙ্গে শ্রমিকদের একটি চুক্তি নিয়ে দর কষাকষি চলছে যুক্তরাষ্ট্রের মিশিগানের ডিয়াবর্ন শহরে অবস্থিত কোম্পানিটি সাময়িকভাবে নিজেদের কাজ বন্ধ রাখার পরিকল্পনা করছে নিজেদের কার্যক্রম ঢেলে সাজানোর অংশ হিসেবে সাময়িকভাবে শ্রমিক ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়ে চাপে রয়েছে ফোর্ড ইউএডব্লিউর পক্ষ থেকে রকম সিদ্ধান্ত বাতিলের দাবি রয়েছে এমন পরিস্থিতিতে কোম্পানিটির ঋণমান জাংক ক্যাটাগরির এক ধাপ আগে নামিয়ে এনেছে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস, যা কোম্পানিটির দুর্দশা নির্দেশ করে

গত ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দীর্ঘ ধর্মঘট জিএমের আয় ক্ষতিগ্রস্ত করেছে, শ্লথ করেছে কোম্পানিটির সরবরাহ শৃঙ্খল তবে ধর্মঘটের মধ্য দিয়ে রক্ষা পেয়েছেন ১০ হাজার শ্রমিক, যাদের আগামী সপ্তাহের মধ্যে ছাঁটাইয়ের পরিকল্পনা করছিল জিএমের শ্রম বিভাগ 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন