অ্যাপ স্টোরের ১৮ অ্যাপ সরিয়ে নিল অ্যাপল

বণিক বার্তা ডেস্ক

নিজস্ব অ্যাপ স্টোর থেকে বিভিন্ন ক্যাটাগরির ১৮টি অ্যাপ সরিয়ে নিয়েছে অ্যাপল কোম্পানিটি জানিয়েছে, এসব অ্যাপের কার্যক্রম অ্যাপলের প্রাতিষ্ঠানিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক কারণে অ্যাপ স্টোর থেকে এগুলো সরিয়ে ফেলা হয়েছে তবে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সরানো হলেও গুগল অ্যাপে এখনো এগুলো রয়েছে খবর বিজনেস ইনসাইডার

লন্ডনভিত্তিক মোবাইল সিকিউরিটি প্রতিষ্ঠান ওয়ানডেরা দীর্ঘদিন ধরে মোবাইল অ্যাপ থেকে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি ফিটনেস, উৎপাদনশীলতা, ভ্রমণসহ বিভিন্ন ক্যাটাগরির ১৮টি অ্যাপকে নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে অ্যাপলকে সতর্ক করেছিল সতর্কবার্তা আমলে নিয়ে অ্যাপ স্টোর থেকে এসব অ্যাপ সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল

এক বিবৃতিতে টেক জায়ান্ট অ্যাপল জানিয়েছে, সরিয়ে নেয়া ১৮টি অ্যাপ কোম্পানির নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক কারণে অ্যাপগুলো সরিয়ে ফেলা হয়েছে

ওয়ানডেরার গবেষণায় দেখা গেছে, এসব অ্যাপে ট্রোজান-ক্লিকার ম্যালওয়ারের উপস্থিতি রয়েছে ফলে ব্যবহারকারী না জানলেও যেকোনো লিংক কিংবা ওয়েবসাইট ওপেন করা যেতে পারে এর মধ্য দিয়ে অ্যাপগুলো বাড়তি আয় করছিল এটা ডিভাইসের নিরাপত্তার জন্যও বড় হুমকি সব অ্যাপই ভারতীয় প্রতিষ্ঠান অ্যাপ আসপেক্ট টেকনোলজিস তৈরি করেছিল

অ্যাপলের একজন মুখপাত্র অ্যাপ স্টোর থেকে এসব অ্যাপ সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন একই সঙ্গে ডিভাইসের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার জন্য অ্যাপলের পক্ষ থেকে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন তিনি বলেন, ভবিষ্যতে অ্যাপের কারণে আর যাতে নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয়, বিষয়ে সতর্ক থাকবে অ্যাপল

অ্যাপ আসপেক্ট টেকনোলজিস শুধু অ্যাপলের জন্য নয় বরং গুগলের জন্যও অ্যাপ তৈরি করে গুগল প্লে স্টোরে এসব অ্যাপ পাওয়া যায় অ্যাপল যে ১৮টি অ্যাপ সরিয়ে নিয়েছে, তার মধ্যে ডেইলি ফিটনেস ইয়োগা পোজেস এবং প্লেসফাইন্ডারসহ অন্তত ১০টি অ্যাপ এখনো গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে ফলে এসব অ্যাপ থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নিরাপত্তা ঝুঁকির প্রশ্নটি রয়ে গেছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন