ইউল্যাবে ইন্টারন্যাশনাল কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল জয়েন্ট কনফারেন্স অন কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স (আইজেসিসিআই ২০১৯) শীর্ষক সম্মেলন শুরু হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সম্মেলন উদ্বোধন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভারতের সাউথ এশিয়ান ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে আয়োজন করা হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক . মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক . মুহম্মদ জাফর ইকবাল।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক . এইচএম জহিরুল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। কনফারেন্সে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক শাহরিয়ার রহমান, লিডস করপোরেশনের চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ, ইউল্যাবের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক মো. আব্দুল মোত্তালিব।

বুয়েটের অধ্যাপক . এম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ইএমএএলআই আইও লিমিটেডের কো-ফাউন্ডার, সিইও চিফ সায়েন্টিস্ট . লরেন্স মা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন