শাবিপ্রবির ভর্তি পরীক্ষা আজ

ভর্তিচ্ছুদের জন্য বিনা মূল্যে বাস ও বাইকের ব্যবস্থা

বণিক বার্তা প্রতিনিধি, সিলেট

 শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ (শনিবার) অনুষ্ঠিত হবে

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় বি দুই ইউনিটে হাজার ৭০৩টি আসন রয়েছে, যার বিপরীতে আবেদন জমা পড়েছে ৭০ হাজার ৫৪৩টি ফলে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪২ জন শিক্ষার্থী

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে বিনা মূল্যে পরিবহন সেবা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি শিক্ষার্থীদের বিনা মূল্যে বাস টার্মিনাল রেলস্টেশন থেকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে ২০টি বাস বরাদ্দ দিয়েছে এছাড়া পরীক্ষার্থীদের বিনা মূল্যে রাইড শেয়ার দেয়ারও ঘোষণা দিয়েছে মোটরসাইকেল চালকদের সংগঠন সিলেট বাইকিং কমিউনিটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বুস্টার গত বৃহস্পতিবার দুটি সংগঠন সভা করে সিদ্ধান্তের কথা জানায় এছাড়া গতকাল বিকালে চেম্বারের বিনা মূল্যের বাস সার্ভিসের উদ্বোধন করেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন

সিলেট চেম্বার সভাপতি আবু তাহের বলেন, শিক্ষার্থীদের বিনা মূল্যে পরিবহনসেবায় ৭০ আসনের ২০টি বাসের ব্যবস্থা করা হয়েছে ভর্তি পরীক্ষার দিন সকাল ৭টা থেকে সিলেট নগরের প্রবেশমুখ কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে গন্তব্য থাকবে শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র এর মধ্যে ১০টি বাস কদমতলী রেলস্টেশনে থাকবে পাঁচটি বাস নগরের কেন্দ্রস্থল রিকাবিবাজার পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, জেল রোড পয়েন্ট, সোবহানীঘাট পয়েন্ট, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জিন্দাবাজার পানসি রেস্টুরেন্টের সামনে থাকবে একটি করে আরো ১০টি বাস

এদিকে শিক্ষার্থীদের মোটরসাইকেলে করে বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধা দেয়ার বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের চৌহাট্টা মোড়ে বাইকিং কমিউনিটি বুস্টার প্রস্তুতি সভা করেছে সভা থেকে জানানো হয়, ভর্তি পরীক্ষার দিন আজ সকাল ৭টা থেকে সিলেট নগরের প্রবেশমুখসহ ১১টি মোড়ে শতাধিক মোটরসাইকেলচালক পরীক্ষার্থীদের বিনা মূল্যে পরিবহনের ব্যবস্থা করবেন

সিলেট বাইকিং কমিউনিটির সমন্বয়ক সাহিদ জামান বলেন, গত বছর শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা যানবাহনের অতিরিক্ত ভাড়া নিয়ে বিড়ম্বনার শিকার হয়েছিলেন সে সময় অনেকেই অভিযোগ করেছিলেন ওই অভিজ্ঞতায় সংগঠনের পক্ষ থেকে কার্যক্রম হাতে নেয়া হয়েছে

বুস্টার সংগঠক সোয়েব আহমেদ ফজলে রাব্বি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করছে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছতে বিলম্ব কিংবা বিড়ম্বনার শিকার যাতে না হন, সেজন্য উদ্যোগ নেয়া হয়েছে

এসব উদ্যোগের পাশাপাশি সিলেট

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন