শীতের আগেই আশুড়ার বিলে অতিথি পাখি

বণিক বার্তা প্রতিনিধি হিলি

 শীত শুরু হওয়ার আগেই দিনাজপুরে শেখ রাসেল জাতীয় উদ্যানের আশুড়ার বিলে আসতে শুরু করেছে অতিথি পাখি এসব পাখি দেখতে উদ্যানে ভিড় করছেন দর্শনার্থীরা উদ্যানসংশ্লিষ্টরা বলছেন, অতিথি পাখির আগমনে উদ্যান যেন পূর্ণতা পেয়েছে কেউ যেন পাখি শিকার বা ক্ষতি করতে না পারে, সেজন্য নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে নবাবগঞ্জ উপজেলার প্রায় দেড় হাজার একর এলাকাকে শেখ রাসেল জাতীয় উদ্যান ঘোষণা করা হয় উদ্যানের মাঝখানে প্রায় ৬০০ একর এলাকাজুড়ে আশুড়ার বিলের অবস্থান এর পাশেই রয়েছে ঐতিহাসিক সীতার কোট বৌদ্ধবিহার সম্প্রতি বন বিলের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ৯০০ মিটার দীর্ঘ শেখ ফজিলাতুন্নেছা মুজিব কাঠের সেতু নির্মাণ করা হয় রাবার ড্যামের মাধ্যমে বিলে সার্বক্ষণিক পানির ব্যবস্থা করে গড়ে তোলা হয়েছে মাছের অভয়াশ্রম বিলে সাদা শাপলাসহ বিভিন্ন জলজ ফুল ফুটে কারণে অনেকে উদ্যান বিলে ঘুরতে আসেন তবে এখন দর্শনার্থীদের জন্য সবচেয়ে আকর্ষণ হয়ে উঠেছে অতিথি পাখি শীত শুরু না হলেও এরই মধ্যে বিলে হাজার খানেক অতিথি পাখি এসেছে

সাগর হোসেন, সিরাজুল ইসলাম, নির্মল প্রামাণিক পুষ্পা রানি নামের কয়েকজন দর্শনার্থী বলেন, পাখির আগমন বিলে নতুন মাত্রা যোগ করেছে সুযোগ-সুবিধা বাড়ানো হলে এটি উত্তরবঙ্গের মধ্যে অন্যতম পর্যটন স্পট হয়ে উঠবে

উদ্যান রক্ষা উন্নয়ন কমিটির সভাপতি মাহাবুর আলম জানান, আমরা স্বেচ্ছাশ্রমে বিল বনের পরিবেশ রক্ষায় দায়িত্ব পালন করে আসছি শীত ঘিরে বিলে অতিথি পাখি আসতে শুরু করেছে কেউ যেন পাখির ক্ষতি করতে না পারে, সে ব্যবস্থা নেয়া হয়েছে

নবাবগঞ্জ বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান, পাখিদের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে বনের বিভিন্ন গাছে কয়েক হাজার মাটির হাঁড়ি স্থাপন করা হয়েছে

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান জানান, আগে বিলে শীতেও অতিথি পাখি কম আসত তবে এখন শীতের আগেই পাখি আসতে শুরু করেছে কেউ যেন পাখির কোনো ক্ষতি করতে না পারে বা শিকার না করে, সেজন্য নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে আশা করি, শীতে এবার পুরো বিল অতিথি পাখিতে ভরে উঠবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন