তৃতীয় রাউন্ড শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

 সব অনিশ্চয়তা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ক্রিকেটাররা গতকাল ভারত সফরের জন্য কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন ক্রিকেটাররা আজ থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় লিগের তৃতীয় রাউন্ড অবশ্য রাউন্ডে থাকছে না জাতীয় তারকাদের বড় অংশই টি২০ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা অনুশীলন ক্যাম্পে থাকায় জাতীয় লিগে খেলতে পারবেন না তবে শুধু টেস্ট দলে যারা আছেন, রাউন্ডে খেলতে তাদের কোনো বাধা নেই

দ্বিতীয় রাউন্ড শেষে প্রথম স্তরে টেবিলে শীর্ষে আছে খুলনা বিভাগ আগের দুই ম্যাচ থেকে তারা পেয়েছে ১৩ দশমিক পয়েন্ট সমান ম্যাচে দশমিক ৯৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ঢাকা বিভাগ তৃতীয় স্থানে থাকা রংপুরের সংগ্রহ দশমিক ২২ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা রাজশাহীর ঝুলিতে দশমিক ৬১ পয়েন্ট

দ্বিতীয় স্তরে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বরিশাল বিভাগ দুই ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিলেট বিভাগ তাদের ঝুলিতে ১১ দশমিক ১৯ পয়েন্ট তৃতীয় স্থানে থাকা চট্টগ্রাম বিভাগ পেয়েছে দশমিক ৯২ পয়েন্ট আর তলানিতে থাকা ঢাকা মেট্রোর সংগ্রহ দশমিক ৪৯ পয়েন্ট

তৃতীয় রাউন্ডের প্রথম স্তরের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজারে হাইভোল্টেজ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে টেবিলের দুই শীর্ষ দল খুলনা ঢাকা আকাশে ওড়া খুলনাকে টেনে নামানোর চ্যালেঞ্জ ঢাকার অন্য ম্যাচে দ্বৈরথে নামবে রংপুর রাজশাহী বিভাগ

দ্বিতীয় স্তরে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম সিলেট এদিকে বগুড়ার শহীদ চান্দু মাঠে শীর্ষে থাকা বরিশাল বিভাগ খেলবে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা ঢাকা মেট্রোর সঙ্গে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন