ইন্টার-জুভেন্টাস লড়াই জমে উঠছে

সিরি-তে দীর্ঘদিন পর জমে উঠেছে জুভেন্টাস ইন্টার মিলানের লড়াই প্রথম ছয় ম্যাচে টানা জিতে লিগ টেবিলে শীর্ষস্থানেই ছিল ইন্টার তবে জুভেন্টাসের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে হেরে দুই নম্বরে নেমে গেছে তারা তবে ইন্টার নিচে নামলেও এখনো বেশ ভালোভাবেই লড়াইয়ে টিকে তারা যেখানে মাত্র এক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে আট ম্যাচের সাতটিতে জিতে একটি ড্র করে ২২ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে জুভরা অন্যদিকে সমান ম্যাচে সাত জয় এক হারে ২১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইন্টার তবে একটি জয় কিংবা একটা হারে বদলে যেতে পারে পয়েন্ট টেবিলের দৃশ্যপটও এদিকে আজ রাতে আবার দুই দলই মাঠে নামছে নিচের সারির দল লেসির মাঠে আতিথ্য নিতে যাবে জুভেন্টাস এবং নিজেদের মাঠে ইন্টার খেলবে পার্মার বিপক্ষে

ম্যাচগুলোয় মাঠে নামার আগে দুই দলের সামনেই আছে জয়ের অনুপ্রেরণা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে জুভেন্টাস জিতেছে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে অবশ্য ম্যাচে ৭৭ মিনিট পর্যন্ত পিছিয়েই ছিল তারা পরে জোড়া গোলে তুরিনের বুড়িদের জয় নিশ্চিত করেন পাওলো দিবালা বিপরীতে ইন্টারের জয়টা ছিল অপেক্ষাকৃত দাপুটে যেখানে তারা - গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে জয়টিই এখন কঠিন গ্রুপ থেকে পরের পর্বে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে ইন্টারকে অবশ্য মৌসুমে অ্যান্তোনিও কন্তের অধীন দারুণ ফুটবল খেলছে ইতালিয়ান জায়ান্টরা সেই সঙ্গে স্বপ্ন দেখছে সোনালি অতীত ফিরিয়ে আনারও যদিও এখনো মৌসুমের অনেকটা পথ বাকি

একই রাতে প্রিমিয়ার লিগে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে সিটিজেনরা ম্যাচ জিতলে লিভারপুলের সঙ্গে পয়েন্ট কমিয়ে আনতে পারবে টানা দুবারের চ্যাম্পিনয়রা এদিকে আগামীকাল লিভারপুল খেলবে টটেনহামের বিপক্ষে সে ম্যাচে লিভারপুল পয়েন্ট হারালে অনেকটাই সুবিধাজনক অবস্থানে চলে আসবে পেপ গার্দিওলার দল রাতের অন্য ম্যাচে বার্নলের বিপক্ষে নামবে চেলসি এএফপি বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন