সমাপ্ত হিসাব বছরে ২২% রাজস্ব বেড়েছে এসকোয়্যার নিটের

১৫% লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

 ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরে এসকোয়্যার নিট কম্পোজিট লিমিটেডের রাজস্ব আয় হয়েছে ৫৯১ কোটি ৯৫ লাখ ৭৬ হাজার টাকা, আগের হিসাব বছর যা ছিল ৪৮৪ কোটি ১১ লাখ ৩৪ হাজার টাকা হিসাবে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির রাজস্ব বেড়েছে ১০৭ কোটি ৮৪ লাখ ৪২ হাজার টাকা বা ২২ দশমিক ২৮ শতাংশ

আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৮ কোটি ৩৬ লাখ হাজার টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৪ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার টাকা হিসাবে গত হিসাব বছরে নিট মুনাফা বেড়েছে কোটি ৯৬ লাখ ৩৯ হাজার টাকা বা ১১ দশমিক ৫২ শতাংশ

সমাপ্ত হিসাব বছরে এসকোয়্যার নিটের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা ৪৪ পয়সা ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৪৯ পয়সা, ২০১৮ সালের ৩০ জুন যা ছিল ৪৯ টাকা ২৭ পয়সা

সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে এসকোয়্যার নিটের পরিচালনা পর্ষদ আগামী বছরের ৩০ জানুয়ারি বেলা ১১টায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে কোম্পানির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর

চলতি বছরের এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এসকোয়্যার নিটের শেয়ার লেনদেন শুরু হয় তার আগে -২০ জানুয়ারি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আইপিওর চাঁদা গ্রহণ করে বস্ত্র খাতের কোম্পানিটি এর শেয়ারের জন্য নয় গুণের বেশি আবেদন জমা পড়ে ফেব্রুয়ারি আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়

ডিএসইতে বৃহস্পতিবার শেয়ারটির সর্বশেষ দর ছিল ৩০ টাকা ৮০ পয়সা সমাপনী দর ছিল ৩০ টাকা ৭০ পয়সা লেনদেন শুরুর পর এখন পর্যন্ত শেয়ারটির দর ২৬ টাকা ৮০ পয়সা থেকে ৫৯ টাকার মধ্যে ওঠানামা করেছে

কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা বর্তমানে পরিশোধিত মূলধন ১৩৪ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা রিজার্ভে রয়েছে ৩৯২ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩ এর মধ্যে ৭৪ দশমিক ১৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১২ দশমিক ৬৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাকি ১৩ দশমিক

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন