অল্প গল্পে ঊর্মিলা

ফিচার প্রতিবেদক

শুক্রবারের দুপুর অথচ ব্যস্ততা থেকে নিস্তার নেই অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করের লাইট-ক্যামেরা-অ্যাকশন শব্দগুলোই নাকি সকাল থেকে শুনছেন গতকালের মেঘলা দুপুরটা বিষণ্ন ছিল তার কাছে, কেননা সহকর্মী অভিনেতা হুমায়ুন সাধুর পরপারে চলে যাওয়ার খবর অন্য অনেকের মতো তাকেও বিষাদে ফেলেছে কাজ থামিয়ে রাখা যায় না বলেই দাঁড়াতে হয়েছে ক্যামেরার সামনে ধারাবাহিক শান্তিপুরীতে অশান্তি নাটকের শুটিং চলছিল তখন নাটকের বিরতিতেই কথা হয় তার সঙ্গে

শান্তিপুরীতে অশান্তি ধারাবাহিকটিতে ঝগড়াটে এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন ঊর্মিলা শ্রাবন্তী কর মিষ্টি হাসির মেয়েটিকে দেখে হয়তো বোঝার উপায় নেই, তিনি ঠিক কতটা ঝগড়াটে হতে পারেন তবে যদি কেউ শান্তিপুরীতে অশান্তি দেখেন, তবে কথা এক বাক্যেই স্বীকার করে নেবেন যে ঝগড়াটে মেয়ে হিসেবে বেশ মানিয়েছে তাকে অন্তত ঊর্মিলা শ্রাবন্তী করের মতে, তাকে পুরোপুরি ঝগড়াটে মেয়ের মতোই মনে হয় নাটকে

শুধু শান্তিপুরীতে অশান্তি ধারাবাহিকই নয়, ঊর্মিলার ব্যস্ততা রয়েছে আরো কিছু একক নাটক, ধারাবাহিক ঘিরেও যেমনটা বলা যায়, আজ বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচার হবে রুমান রুনির পরিচালনায় একক নাটক বিবাহ সংকট এখানে অভিনয় করছেন ঊর্মিলা তার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা সজল গল্পটা মূলত বাবা-মেয়েকে ঘিরে তবে এখানেও প্রেম থাকে, সংকট থাকে, হাসির ঘটনা রয়েছে সব মিলিয়ে চমত্কার কিছুই দেখবে দর্শকএমনটাই বলেন ঊর্মিলা শ্রাবন্তী কর তার কাছেই জানা যায়, নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অর্থাৎ বাবার চরিত্রটিতে রূপ দিয়েছেন অভিনেতা . ইনামুল হক ঊর্মিলা আরো বলেন, নাটকে নাকি বাবা-মেয়ের সম্পর্কের চমত্কার একটি গল্প ফুটে উঠবে যেখানে স্থান পাবে সামাজিক, আর্থিক টানাপড়েনও 

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন