লিবরা আর্থিক খাতের চটকদার কৌশল —টুইটার সিইও

বণিক বার্তা ডেস্ক

 ফেসবুকের ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি লিবরা নিয়ে সমালোচনা আপত্তি যেন শেষই হচ্ছে না আইনপ্রণেতা, আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিনিয়োগ ব্যাংক কিংবা রাষ্ট্র একের পর এক ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান লিবরার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এরই মধ্যে লিবরা অ্যাসোসিয়েশন ছেড়েছে বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি অনলাইন লেনদেন প্রতিষ্ঠান এবার লিবরার বিরুদ্ধে মুখ খুলেছেন আরেক টেক জায়ান্ট টুইটারের সিইও জ্যাক ডরসি তার মতে, আর্থিক খাতে লিবরা একটি চটকদার কৌশল খবর ব্লুমবার্গ ইন্ডিয়ান টাইমস

নিউইয়র্কে এক আয়োজনে টুইটারের সিইওর কাছে লিবরা অ্যাসোসিয়েশনে যোগদানের সম্ভাবনা নিয়ে জানতে চান সাংবাদিকরা জবাবে জ্যাক ডরসি বলেন, আমি মনে করি বৈশ্বিক আর্থিক খাতে লিবরা একটি চটকদার কৌশল এটা আর্থিক খাতে গণতন্ত্রের কথা বলে না কারণে লিবরায় যোগ দেয়ার কোনো সম্ভাবনা নেই

একই সঙ্গে তিনি ফেসবুক সিইও মার্ক জাকারবার্গের বাকস্বাধীনতা সামাজিক মাধ্যম নিয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন