মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সেলফি ফিল্টার সরাল ইনস্টাগ্রাম

বণিক বার্তা ডেস্ক

 ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বেশ কয়েকটি সেলফি ফিল্টার সরিয়ে নিয়েছে জনপ্রিয় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম অভিযোগ উঠেছিল, এসব ফিল্টার ব্যবহারকারীর প্লাস্টিক সার্জারির প্রতি উৎসাহী করে তুলছে খবর ফক্স বিজনেস

ইউনিভার্সিটি অব লন্ডনের এক গবেষণায় দেখা গেছে, যেসব তরুণ-তরুণী অতিরিক্ত সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করে, তাদের মধ্যে প্লাস্টিক সার্জারি করিয়ে নিজেদের চেহারায় পরিবর্তন আনার প্রবণতা বেড়ে যায় আর প্রবণতা তৈরিতে রসদ জোগায় সামাজিক মাধ্যমের কিছু সেলফি ফিল্টার কারণে এসব ফিল্টার সরিয়ে নেয়ার দাবি জোরালো হয়েছিল

ফেসবুকের জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রামের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে গুরুত্ব দিচ্ছে ইনস্টাগ্রাম কারণে অ্যাপ থেকে পুরুষ্ট ঠোঁট, ভরাট গাল, মসৃণ মুখমণ্ডল; এমন বেশ কয়েকটি সেলফি ফিল্টার সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে কয়েকদিনের মধ্যেই গ্রাহকরা আর ইনস্টাগ্রামে এসব ফিল্টার পাবে না

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন