৭৩৭ ম্যাক্স গ্রাউন্ডিং

শতকোটি ডলার লোকসানে হতাশ এয়ারলাইনস কর্তারা

বণিক বার্তা ডেস্ক

 বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স গ্রাউন্ডিংয়ের ফলে এক বছরে শতকোটি ডলার লোকসান গুনেছে বিভিন্ন এয়ারলাইন সংস্থা কয়েক মাসের ব্যবধানে দুটি মারাত্মক বিমান দুর্ঘটনার পর বোয়িং ৭৩৭ ম্যাক্স গ্রাউন্ডিংয়ের ফলে লোকসানে হতাশ এয়ারলাইন কর্তারা খবর সিএনবিসি

যুক্তরাষ্ট্রের বৃহত্তম ম্যাক্স ব্যবহারকারী সাউথওয়েস্ট এয়ারলাইনস বলছে, গ্রাউন্ডিংয়ের ফলে গত প্রান্তিকে তাদের লোকসান হয়েছে ২১ কোটি ডলার চলতি বছরের প্রথম নয় মাসে আয় হয়েছে ৫৩ কোটি ৫০ লাখ ডলার ২০২০ সালে ক্ষতি কাটিয়ে ওঠার আশাবাদ এয়ারলাইনসটির

বৃহস্পতিবার সিএনবিসির স্কোয়াক অন দ্য স্ট্রিট অনুষ্ঠানে সাউথওয়েস্ট এয়ারলাইনসের সিইও গ্যারি কেলি বলেন, আমরা আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নই আমরা আমাদের ভবিষ্যৎ ম্যাক্সের হাতে সপে দিয়েছিলাম, কিন্তু সেগুলো এখন গ্রাউন্ডেড রয়েছে আমাদের ক্ষতিপূরণের জন্য বোয়িংয়ের সঙ্গে বসতে চাচ্ছি

ইন্দোনেশিয়া ইথিওপিয়ায় দুটি বিমান দুর্ঘটনার পর গ্রাউন্ডিং শুরু হওয়ার সময় সাউথওয়েস্টের হাতে ৩৪টি ম্যাক্স উড়োজাহাজ ছিল; যা যুক্তরাষ্ট্রের যেকোনো এয়ারলাইনসের চেয়ে বেশি গ্রাউন্ডিংয়ের সিদ্ধান্তে এয়ারলাইনসটির টিকিট বিক্রি কমে যায় এবং সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা বাধাগ্রস্ত হয় নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে আগামী বছরে ৭৫টি ম্যাক্স উড়োজাহাজ সংগ্রহ করার কথা রয়েছে সাউথওয়েস্টের, কিন্তু সময়সীমা এখন স্পষ্ট নয়

কেলি জানান, সাউথওয়েস্ট এতদিন বোয়িংয়ের সিঙ্গেল আইলবিশিষ্ট উড়োজাহাজ ব্যবহার করে এলেও বর্তমানে অন্যান্য ধরনের উড়োজাহাজও ব্যবহারের কথা ভাবছে তবে রকম একটি জটিল সিদ্ধান্ত কার্যকরে কয়েক বছর লেগে যেতে পারে

৭৩৭ ম্যাক্সের মতো বোয়িংয়ের সর্বাধিক বিক্রীত উড়োজাহাজটির সফটওয়্যার ত্রুটি সারাইয়ের বিষয়টি নীতিনির্ধারকদের অবহিত করা হয়েছে উড়োজাহাজটির ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের ত্রুটির কারণে ২০১৮ সালে অক্টোবরে ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের একটি ম্যাক্স ৭৩৭ বিধ্বস্ত হয় ২০১৯ সালের মার্চে একই কারণে ইথিওপিয়ান এয়ারলাইনসের অন্য একটি ম্যাক্স ৭৩৭ বিধ্বস্ত হয় সফটওয়্যার সংস্কারের কথা জানালেও নীতিনির্ধারকরা এখনো বোয়িংকে সবুজসংকেত দেয়নি

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) পরিচালক স্টিভ ডিকসন মঙ্গলবার এক শিল্প সম্মেলনে জানান, উড়োজাহাজটি নিরাপদ কিনা, সে বিষয়ে এখনো সব পর্যালোচনা শেষ করেননি তারা প্রক্রিয়া শেষ হতে আরো কয়েক সপ্তাহ লেগে যাবে বিষয়টি সুরাহা করতে আমাদের অনেক কাজ করতে হবে

৭৩৭ ম্যাক্স গ্রাউন্ডিং আট মাসে পৌঁছায় গত বৃহস্পতিবার চলতি বছরের জন্য আমেরিকান এয়ারলাইনস তাদের কর-পূর্ব আয় পূর্বাভাস ৫৪ কোটি ডলার নির্ধারণ করেছে গত জুলাইয়ে যেখানে পূর্বাভাস ছিল ৪০ কোটি ডলারের গ্রাউন্ডিংয়ের ফলে যে শঙ্কা ছিল তা কিছুটা মোকাবেলা করে প্রত্যাশার চেয়ে বেশি আয় করেছে অবশ্য ওয়াল স্ট্রিট জার্নালের পূর্বাভাসের চেয়ে কিছুটা কমে আয় দাঁড়িয়েছে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন