টাটা মোটরসের শেয়ারদর কমেছে

নিজেদের সেপ্টেম্বর প্রান্তিকের চূড়ান্ত হিসাবের আগে টাটা মোটরসের শেয়ারদর শতাংশের বেশি কমেছে গুরুত্বপূর্ণ সব অঞ্চল বাজারে প্রতিকূল অবস্থার মুখে থাকায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের চূড়ান্ত হিসাবে শ্লথভাব দেখা যাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা 

প্রকাশিতব্য দ্বিতীয় প্রান্তিকের পরিসংখ্যানে কোম্পানিটির বিক্রি বছরওয়ারি হিসাবে ১৩ শতাংশ কমে ৬২ হাজার ৪৬৭ কোটি রুপি দাঁড়াতে পারে একই সময় গাড়ি বিক্রি ৪৫ শতাংশ কমে প্রায় এক লাখে নেমে আসতে পারে বলেও পূর্বাভাস করা হয়েছে প্রাথমিক হিসাবে গত বছরের একই সময়ে কোম্পানিটির গাড়ি বিক্রি হয়েছিল লাখ হাজার ইউনিট

এদিকে এক বছর আগে সমন্বিত হিসাবে কোম্পানিটির নিট লোকসান হয়েছিল হাজার কোটি রুপি 

এদিকে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির হাজার ৪৭৬ কোটি রুপি লোকসান হতে পারে বলে পূর্বাভাস করেছে খুচরা ব্রোকারহাউজ শেয়ারখান এছাড়া বছরওয়ারি হিসাবে প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত আয় শতাংশ কমতে পারে জেএলআরের সার্বিক মুনাফা শতাংশ বাড়ার সম্ভাবনা থাকলেও কোম্পানিটির ভারতীয় কার্যক্রম বছরওয়ারি হিসাবে ৪৭ শতাংশ কমতে পারে বলে উল্লেখ করা হয়েছে একই প্রতিবেদনে সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন