জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাড়াতে হবে অংশীদারিত্ব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জ্বালানির সহজলভ্যতা নিরাপত্তা নিশ্চিত করতে বাড়াতে হবে অংশীদারিত্ব। এছাড়া পারস্পরিক সহযোগিতা উন্নয়নে সহায়তার পাশাপাশি প্রযুক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করবে।

গতকাল আজারবাইজানের রাজধানী বাকুতে আন্তর্জাতিক এনার্জি চার্টার ফোরামের উদ্যোগে আয়োজিত প্রযুক্তি নীতি উদ্ভাবনের মাধ্যমে জ্বালানির রূপান্তর শীর্ষক মন্ত্রিপর্যায়ের আলোচনা সভায় এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সভায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব এবং নবায়ণযোগ্য জ্বালানির চ্যালেঞ্জগুলো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে উপস্থাপন করে দেশের অভিজ্ঞতা, সাফল্য সম্ভাবনা নিয়ে পর্যালোচনা তুলে ধরেন জ্বালানি প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, জ্বালানিতে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, অভিজ্ঞতা বিনিময় ইত্যাদির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে এনার্জি চার্টার ফোরামকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজারবাইজানের জ্বালানিমন্ত্রী পারভেজ শাহবাজভ, আলবেনিয়ার জ্বালানি উপমন্ত্রী ইলির বেজজা, স্পেনের জ্বালানিবিষয়ক উপসচিব ডমিঙ্গুয়েজ আবাসকেল, মঙ্গোলিয়ার জ্বালানি উপমন্ত্রী গানতুলগা তুদেভখু, তুরস্কের উপমন্ত্রী আলপার্সলান বেইরাখতার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন