কোপা লিবার্তাদোরেস

ফ্লামেঙ্গো-রিভার প্লেট ফাইনাল

স্বদেশী ক্লাব গ্রেমিওকে দুই লেগ মিলিয়ে - গোলের বড় ব্যবধানে হারিয়ে ৩৫ বছরের মধ্যে প্রথমবার কোপা লিবার্তাদোরেস ফাইনালে উঠল ব্রাজিলের ফ্লামেঙ্গো ২৩ নভেম্বর চিলি ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনার রিভার প্লেট, যারা সেমিফাইনালে হারায় নিজ দেশের বোকা জুনিয়র্সকে

গ্রেমিওর মাঠে প্রথম লেগ - গোলে ড্র হয়, যা ছিল ফ্লামেঙ্গোর জন্য জয়ের সমান ঘরের মাঠে দ্বিতীয় লেগে তারা দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে - গোলে বিধ্বস্ত করে গ্রেমিওকে গ্যাব্রিয়েল বারবোসা করেন জোড়া গোল

১৯৮১ সালে প্রথমবারের মতো কোপার শিরোপা জয় করে ফ্লামেঙ্গো তারপর এই প্রথম ফাইনালে ওঠার কৃতিত্ব দেখাল ক্লাবটি এবার সামনে বর্তমান চ্যাম্পিয়ন রিভার প্লেট বাংলাদেশ সময় গতকাল ভোরে সেমিফাইনালের দ্বিতীয় লেগ শেষে বারবোসা বলেন, ফ্লামেঙ্গোর ইতিহাসে আমরা আমাদের নাম লিখিয়েছি

অল-ব্রাজিলিয়ান সেমিফাইনালের উত্তাপ ছড়ানো দ্বিতীয় লেগে মাঠের বাইরে ছিল দর্শকদের উপচেপড়া ভিড় বিনা টিকিটে মাঠে ঢুকতে চাওয়া দর্শক থামাতে পুলিশকে টিয়ার গ্যাস মারতে হয় আগের দিন মারাকানায় পুলিশ হত্যা, নৈরাজ্য চালানো ক্ষতিসাধনের হুমকি দেয়ায় ফ্লামেঙ্গোর ১৬ সমর্থককে গ্রেফতার করে পুলিশ বিবিসি 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন