পাকিস্তানের বস্ত্র শিল্প চাঙ্গায় সহায়তা করবে ইইউ

পাকিস্তানের বস্ত্র খাতকে চাঙ্গা করতে একসঙ্গে কাজ করার ব্যাপারে মঙ্গলবার ঐকমত্যে এসেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ও স্থানীয় পোশাক শিল্প।

অল পাকিস্তান টেক্সটাইল অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে পাকিস্তানে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত আনদ্রাউলা কামিনারা বলেন, জিএসপি প্লাস (জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস প্লাস) সুবিধার চ্যালেঞ্জগুলো মোকাবেলায় পাকিস্তানকে প্রস্তুতি নিতে হবে, যাতে তারা ইইউতে রফতানি বৃদ্ধির সুযোগ গ্রহণ করতে পারে।

২০১৪ সালে জিএসপি প্লাস সুবিধা চালুর পর ইইউতে পাকিস্তানের রফতানি ৬২ শতাংশ বেড়েছে। এ সুবিধার প্রথম বছরগুলোয় পাকিস্তানের রফতানিতে ব্যাপক প্রবৃদ্ধি দেখা গেলেও গত তিন বছরে তা ৫৫১ কোটি ইউরোয় এসে স্থির হয়ে রয়েছে।

পাকিস্তানে ম্যানুফ্যাকচারিং ব্যয় চড়ার পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অন্যান্য দেশে বায়িং হাউজ ও প্রধান রিটেইলারদের সরে যাওয়ার বিষয়টি প্রধান ভূমিকা পালন করেছে। তবে বর্তমান সরকার শিল্পায়ন ও রফতানি উৎসাহিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।

কামিনারা বলেন, এ বিষয়ে সন্দেহ নেই, পাকিস্তান তার রফতানি দ্বিগুণ করতে পারবে।          সূত্র: ডন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন