পেট্রল পাম্প খোলার শর্ত শিথিল ভারতে

জ্বালানি তেলের খুচরা বিক্রির নিয়ম শিথিল করেছে ভারত। নতুন নিয়মের কারণে তেলবহির্ভূত কোম্পানিগুলোও পেট্রল পাম্পের কারবার করতে পারবে। প্রতিযোগিতা বাড়াতে এ পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।

দিল্লির সিদ্ধান্ত অনুসারে, কোনো কোম্পানির নিট সম্পদের মূল্য ২৫০ কোটি রুপি হলেই পেট্রল পাম্পের ডিলারশিপ নিয়ে তেল বিক্রি করতে পারবে।

এতদিন জ্বালানি খাতে অন্তত ২ হাজার কোটি রুপির লগ্নি বা ব্যাংক গ্যারান্টি থাকলে পাম্প খুলতে পারত কোনো কোম্পানি। ফলে যে রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি তেল সংস্থার শোধনাগার আছে, তারাই এ ব্যবসা করত। এবার এ শর্তই শিথিল হলো। তবে অন্তত ৫ শতাংশ আউটলেট গ্রাম বা সরকার ঘোষিত প্রত্যন্ত এলাকায় খুলতে হবে। এর সঙ্গে আরো যেসব শর্ত রয়েছে, তার মধ্যে অন্যতম পেট্রল-ডিজেল ছাড়াও সংস্থাকে অন্তত একটি বিকল্প জ্বালানির ব্যবস্থা রাখতে হবে।

বর্তমানে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো (ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম) দেশটির ৬৫ হাজার পেট্রল পাম্পের বেশির ভাগের মালিক। ২০১৮-১৯ অর্থবছরে পেট্রলের চাহিদা বেড়েছে ৮ শতাংশ, ডিজেলের ৩ শতাংশ ও বিমান জ্বালানির প্রায় ৯ শতাংশ।       

            সূত্র: লাইভমিন্ট

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন