আসছে অপোর ডুয়াল মোড ফাইভজি স্মার্টফোন

বণিক বার্তা ডেস্ক

চীনভিত্তিক অপো ডুয়াল মোড ফাইভজি স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে। চলতি বছরের শেষদিকে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। বার্সেলোনায় অনুষ্ঠিত কোয়ালকম ফাইভজি সামিটে এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

অপোর প্রধান ফাইভজি বৈজ্ঞানিক হেনরি ট্যাং বলেন, ডিভাইসটিতে কোয়ালকমের ডুয়াল মোড ফাইভজি প্লাটফর্ম থাকবে, যা একই সঙ্গে স্ট্যান্ডঅ্যালোন (এসএ) এবং নন-স্ট্যান্ডঅ্যালোন (এনএসএ) নেটওয়ার্ক সমর্থন করবে। সামিটে ফাইভজির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পণ্য ও অ্যাপ্লিকেশনের পাশাপাশি নতুন প্রজন্মের এ নেটওয়ার্ক কী কী অত্যাধুনিক সুবিধা দেবে ব্যবহারকারীদের, তা তুলে ধরেন হেনরি ট্যাং।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন