ইলিশ রক্ষা অভিযান

পাংশায় জেলেদের হামলায় মত্স্য কর্মকর্তাসহ আহত ৪

বণিক বার্তা প্রতিনিধি রাজবাড়ী

 রাজবাড়ীর পাংশা উপজেলায় পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় উপজেলা মত্স্য কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন গত বুধবার সন্ধ্যায় উপজেলার পূর্ব চর আফড়া এলাকায় হামলার ঘটনা ঘটনাটি ঘটে

আহতরা হলেন কালুখালী উপজেলা মত্স্য কর্মকর্তা আব্দুস সালাম, পুলিশ কনস্টেবল সজল হাফিজ এবং আনছার সদস্য চান মিয়া আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবিব আব্দুল্লাহ জানান, গত বুধবার সন্ধ্যায় কালুখালী উপজেলা মত্স্য কর্মকর্তা আব্দুস সালাম পুলিশ আনছার সদস্যদের নিয়ে ইলিশ রক্ষা অভিযানে যান সময় তিনি কালুখালী উপজেলার সীমানা পেরিয়ে পাংশা উপজেলার পূর্ব চর আফড়া এলাকায় গেলে জেলেরা তাদের ওপর হামলা চালান এতে মত্স্য কর্মকর্তা, পুলিশ কনস্টেবল সজল হাফিজ এবং এক আনছার সদস্য আহত হন আহতদের বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

রাজবাড়ী জেলা মত্স্য কর্মকর্তা মজিনুর রহমান জানান, গত বুধবার সন্ধ্যার অভিযানে থাকা দলের অন্তত ১২ জন সদস্য জেলেদের মারধরে আহত হয়েছেন তবে এদের মধ্যে উপজেলা মত্স্য কর্মকর্তাসহ চারজন গুরুতর আহত হন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে

বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, ঘটনায় কালুখালী থানার এএসআই আতিকুল ইসলাম বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন