ব্যবসা-বান্ধব সূচকে ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বণিক বার্তা অনলাইন

বিশ্বব্যাংকের ‘ডুইং বিজনেস ২০২০’ সূচকে আট ধাপ এগিয়ে ১৬৮তম অবস্থানে এসেছে বাংলাদেশ। গেলবারের চেয়ে ৩ দশমিক ০৩ পয়েন্ট বেশি পেয়ে এবারের সূচকে বাংলাদেশের গড় পয়েন্ট ৪৫ দশমিক ০।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বিশ্বব্যাংকের প্রকাশিত ‘ডুয়িং বিজনেস রিপোর্ট ২০২০’ এ এই তথ্য তুলে ধরা হয়।

ব্যবসায় শুরু করা, নির্মাণের অনুমতি পাওয়া, বিদ্যুৎ পাওয়া, সম্পদের নিবন্ধন, ঋণ পাওয়া, সংখ্যালঘু বিনিয়োগকারীদের নিরাপত্তা, কর দেওয়া, অন্যদেশের সঙ্গে বাণিজ্য, চুক্তির বাস্তবায়ন, দেউলিয়াত্বের সমাধান প্রভৃতি ১০টি বিষয়ে বিবেচনায় ১৯০টি দেশের ব্যবসা করার পরিস্থিতি নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে বিশ্বব্যাংক। গেল বছর এ তালিকায় বাংলাদেশ ছিলো ১৭৬তম।

বাংলাদেশের এগিয়ে আসা প্রসঙ্গে বিশ্বব্যাংকের বক্তব্য, বাংলাদেশে ব্যবসা শুরু করতে আগের চেয়ে খরচ কমেছে। রাজধানী ঢাকাসহ শহর এলাকায় বিদ্যুৎ পাওয়া সহজ হয়েছে। এছাড়াও, ঋণ পাওয়ার তথ্যগুলো উদ্যোক্তারা আগের তুলনায় সহজে পান বলেও উল্লেখ করা হয়েছে।

এবারের প্রতিবেদনে শীর্ষস্থানে রয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে যথাক্রমে সিঙ্গাপুর ও হংকং।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। এই সূচকে আফগানিস্তান রয়েছে ১৭৩তম অবস্থানে। দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থানে রয়েছে ভারত। বৈশ্বিক সূচকে গেল বারের চেয়ে ১৪ ধাপ এগিয়ে ভারতের অবস্থান ৬৩তম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন