অবৈধভাবে বালি উত্তোলন

ধুনটে বাঙ্গালী নদী থেকে তিনটি ড্রেজার জব্দ

বণিক বার্তা প্রতিনিধি বগুড়া

 বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে গত মঙ্গলবার বিকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাঙ্গালী নদীতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানার নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয় রাতে ড্রেজার মেশিনসহ বালি উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম ধুনট থানায় নেয়া হয়

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাঙ্গালী নদীর তীরে ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ওই ইউনিয়নের ১০১টি ভূমিহীন পরিবারের জন্য সম্প্রতি টিনের ঘর তৈরি করে আদর্শ গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়েছে কিন্তু গুচ্ছগ্রামের পাশেই ওই ইউনিয়নের খোকশাহাটা গ্রামের গোলাম রব্বানীর ছেলে আব্দুর রশিদ নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে বিক্রি করে আসছিলেন নদীর তলদেশ থেকে বোরিং করে বালু উত্তোলণের কারণে নদীর পাড় ফসলি জমিতে ভাঙন দেখা দেয় বালি উত্তোলনের কারণে ভাঙনের ঝুঁকিতে পড়ে সরকারি গুচ্ছগ্রামটিও নিয়ে গত মঙ্গলবার বণিক বার্তার ১৩ নং পৃষ্ঠায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদন প্রকাশের পর বিকালে অভিযান শুরু করে প্রশাসন

বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, সরকারি গুচ্ছগ্রামের পাশেই বাঙ্গালী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় অভিযানের খবর পেয়ে বালি উত্তোলনকারীরা কৌশলে পালিয়ে যায় পরে ঘটনাস্থল থেকে তিনটি ড্রেজার মেশিন পাইপসহ বালি উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় অবৈধভাবে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন