তৃতীয় প্রান্তিকে এমটিবির ইপিএস ৫১ পয়সা

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০১৯ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৭ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সম্মিলিত ইপিএস হয়েছে ৫১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর সম্মিলিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৭৮ পয়সা।

সম্প্রতি মোট ৯০০ কোটি টাকার দুটি বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে এমটিবির পরিচালনা পর্ষদ। এর মধ্যে একটি ৪০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড। অন্যটি ৫০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড। দুটি বন্ডই হবে নন-কনভার্টিবল। পারপেচুয়াল বন্ডটি বেমেয়াদি হলেও সাবঅর্ডিনেটেড বন্ডটির মেয়াদ হবে সাত বছর।

২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এমটিবি। আলোচ্য সময়ে ব্যাংকটির সম্মিলিত ইপিএস হয়েছে ৩ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪৫ পয়সা (বোনাস শেয়ার সমন্বয়ের পর) ৩১ ডিসেম্বর সম্মিলিত এনএভিপিএস দাঁড়ায় ২৩ টাকা ১৬ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন