হংকং

আনুষ্ঠানিকভাবে বহিঃসমর্পণ বিল প্রত্যাহার

বণিক বার্তা ডেস্ক

 হংকংয়ের বিতর্কিত বহিঃসমর্পণ বিল গতকাল আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে হংকংয়ের আইন সভা বিলকে কেন্দ্র করে হংকংয়ে কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে খবর বিবিসি

প্রস্তাবিত ওই বিলে তাইওয়ান, ম্যাকাউ বা চীনের মূল ভূখণ্ডে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হংকংয়ের বাসিন্দাদের আদালতের অনুমতিসাপেক্ষে সেসব স্থানে বহিঃসমর্পণের সুযোগ রাখা হয়েছিল সমালোচকরা বলছেন, বিলটি চূড়ান্তভাবে পাস হলে তা হংকংয়ে থাকা বা আশ্রয় নেয়া চীনের সরকারবিরোধীদের বিচারের জন্য চীনের মূল ভূখণ্ডে পাঠাতে ব্যবহার করা হবে

হংকংয়ের পার্লামেন্টের পদক্ষেপে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির একটি পূরণ হলো তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এর পরও শহরটিতে প্রায় পাঁচ মাস ধরে চলা বিক্ষোভের অবসান নাও হতে পারে

আন্দোলনকারীদের দাবির মধ্যে আরো রয়েছে এতদিন ধরে চলে আসা প্রতিবাদ কর্মসূচিকে দাঙ্গা হিসেবে অভিহিত না করা, গ্রেফতার হওয়া ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি ক্ষমা প্রদান, বিক্ষোভে পুলিশের হামলার নিরপেক্ষ তদন্ত এবং সর্বজনীন ভোটাধিকার নিশ্চিত করা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন