উচ্চশক্তির ডুয়াল গিগাবিট হোম গেটওয়ে এনেছে জিটিই

বণিক বার্তা ডেস্ক

ব্রডব্যান্ড ওয়ার্ল্ড ফোরাম ২০১৯-এ ডুয়াল-গিগাবিট হোম গেটওয়ে জেডএক্সএনএফ এফ৬৮০ ভি৯ উন্মোচন করেছে টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা জিটিই করপোরেশন। ১০০০ মেগাওয়াটের সমতুল্য আইসোট্রপিক রেডিয়েটেড পাওয়ার (ইআইআরপি) সংবলিত এ ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই গিগাবিট হোম গেটওয়ে বড় বাসার ক্ষেত্রেও সম্পূর্ণ কাভারেজ নিশ্চিত করবে। খবর লাইটওয়েব অনলাইন।

জিটিইর তৈরি ১ গিগাহার্টজ সিপিইউ জেডএক্সএইচএন এফ৬৮০ ভি৯ উচ্চ ডাটা প্রক্রিয়াকরণ ক্ষমতাসম্পন্ন এবং দ্রুতগতির নেটওয়ার্ক ব্যবহারে ব্যবহারকারীকে উন্নত অভিজ্ঞতা দেবে। আটটি উচ্চমানসম্পন্ন ৩ডিবিআই অ্যান্টেনা এবং আটটি স্বতন্ত্র এক্সটার্নাল সিগন্যাল অ্যামপ্লিফায়ার ডিভাইসটির ওয়্যারলেস কাভারেজ উন্নত ও বিস্তৃৃত করেছে। ফলে ডিভাইসটির নেটওয়ার্ক সহজেই দেয়ালের বাধা পার হয়ে যেতে পারে এবং স্বাচ্ছন্দ্যে ১২০ থেকে ২০০ স্কয়ার মিটার কাভারেজ নিশ্চিত করতে পারে।

এছাড়া জেডএক্সএনএফএন এফ৬৮০ ভি৯ দুর্বল সংকেত সংশোধনে শক্তিশালী লো-ডেনসিটি প্যারিটি-চেক অ্যালগরিদমকে সমর্থন করে, যা কার্যকরীভাবে এর অ্যান্টি-ইন্টারফেস পারফরম্যান্স শক্তিশালী করে এবং কমপ্লেক্স এনভায়রনমেন্টেও কার্যকরী রাখে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন