প্রধানমন্ত্রী সব কিছুই অবগত : বিসিবি সভাপতি

বণিক বার্তা অনলাইন

পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘট বিষয়ে প্রধানমন্ত্রী অবগত বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’ থেকে বেরিয়ে এসে গণমাধ্যমে একথা জানান পাপন। এসময় বিসিবি সভাপতির সঙ্গে ছিলেন সংস্থাটির অন্যতম পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। যিনি একই সঙ্গে ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন কোয়াবের সভাপতি। ক্রিকেটারদের ১১ দফার প্রথম দাবি কোয়াবের সভাপতি ও সাধারণ সম্পাদককে সরে যাওয়ার।

সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘প্রধানমন্ত্রীকে জানাতে হবে না। তিনি সব জানেন।... প্রধানমন্ত্রীও জানেন, আমরাও জানি।’

‘ওনি (প্রধানমন্ত্রী) কী বললেন?- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘একটাই কথা, যাই কিছু হোক, খেলা বন্ধ করবে কেন? আমার (প্রধানমন্ত্রী) দরজাওতো ওদের কাছে সবসময় খোলা। তোমার (পাপন) দরজা খোলা। কারো কাছে কিছু না বলে খেলা বন্ধ করবে কেন? এটাতো ক্রিকেটকে ধ্বংস করার ষড়যন্ত্র। এটাতো হতে পারে না।’

ক্রিকেট নিয়ে ষড়যন্ত্রের কথা পুনর্ব্যক্ত করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘কেউ চাচ্ছে, এই ট্যুরটা না হোক। ট্যুর না হলে বাংলাদেশের যে ক্ষতিটা হবে, ক্রিকেট বন্ধ হবে... এটাই হয়তো কেউ চাচ্ছে। তাছাড়াতো আমি... কিছু মাথায় আসছে না।’

ক্রিকেটারদের সব দাবি মানা হবে জানিয়ে পাপন বলেন, ‘তাদেরতো বলেছি সব দাবি মানা হবে। তাহলে আর আন্দোলনটা কিসের?’

প্রধানমন্ত্রী এই ‘ষড়যন্ত্রের’ তদন্ত করতে বলেছেন কি না - এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘ওনার... সরকারের যা করার, তারা করছে। এটাতে আপনারা নিশ্চিন্ত থাকেন এবং আমরাও কিছু জানি না তাও না, তবে এখনো সময় হয়নি প্রকাশ করার তাই প্রকাশ করছি না... প্রকাশ হবে। তাই বলে এসব করার জন্য আমরা না। এখনতো ক্রিকেট খেলাটা বেশি গুরুত্বপূর্ণ। এই সিরিজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হোক এটাতো আমরা চাই না।’

তিনি বলেন, ‘আপনাদের কি মনে হয় তারা টাকার জন্য এসব করেছে? প্রশ্নই ওঠে না। শুধু খেলা না, যে কোন ক্ষেত্রে তুলনায় বাংলাদেশের বিবেচনায় আমি মনে করি ক্রিকেটাররা যা পায় তা অনেক বেশি।’

তিনি বলেন, ‘গতকাল থেকে তাদের সঙ্গে যোগাযোগ করছি, আজ আপনাদের মিডিয়ার মাধ্যমেও জানানো হচ্ছে। দুঃখজনক হচ্ছে কেউ যোগাযোগই করছে না। আজকে বিকেল ৫টাতেও তাদের সঙ্গে বসার সময় দেয়া হয়েছে। কেউই কিছু জানাচ্ছে না। কয়েকজন খেলোয়ারের জন্য ক্রিকেটতো ধ্বংস হতে পারে না। এদের পেছনে অবশ্যই কেউ ষড়যন্ত্র করছে। এটা বের করতে পারলে ভালো হতো। দেখি কী হয়।’ 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন