ভুল ত্রুটি থাকতেই পারে, অব্যাহতি দেয়া হলে আমার কী করার: মোল্লা কাওসার

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া মোল্লা কাওসার গণমাধ্যমে জানিয়েছেন, ‘শুনলাম সংগঠন থেকে আমাকে অব্যাহতি দেয়া হয়েছে। আর অব্যাহতি দেয়া হলে আমার কী-বা করার থাকতে পারে।’

সারাদেশে চলমান ক্যাসিনো বিরোধী অভিযানে বিভিন্ন সময় আলোচনা এসেছে মোল্লা মো. আবু কাওসারের নাম। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা কাওসার ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি। অভিযানের প্রথম দিকেই ওয়ান্ডারার্স ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব। ইতোমধ্যে স্ত্রী-সন্তানসহ মোল্লা আবু কাওসারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়া হয়েছে।

মোল্লা আবু কাওসার বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মায়ের মতো শ্রদ্ধা করি। তার কর্মী হিসাবে দীর্ঘদিন রাজনীতি করেছি। আর রাজনীতি করতে গিয়ে ভুল ত্রুটি থাকতেই পারে....।’

এদিকে আজ বুধবার সকালে রাজধানীর ধানমণ্ডি হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ‘স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকেও নেত্রী তার পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এটা অলরেডি আমি তাকে (মোল্লা আবু কাওসার) জানিয়ে দিয়েছি।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন