স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা কাওসারকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আজ বুধবার সকালে রাজধানীর ধানমণ্ডি হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি একথা জানান।

সভায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বিষয়ে সাংবাদিকদের এক লিখিত প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকেও নেত্রী তার পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এটা অলরেডি আমি তাকে (মোল্লা আবু কাওসার) জানিয়ে দিয়েছি।’

চলমান ক্যাসিনো বিরোধী অভিযানে বিভিন্ন সময় আলোচনা এসেছে মোল্লা মো. আবু কাওসারের নাম। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা কাওসার ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি। অভিযানের প্রথম দিকেই ওয়ান্ডারার্স ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব। ইতিমধ্যে স্ত্রী-সন্তানসহ মোল্লা আবু কাওসারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে বিভিন্ন অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকেও 

এ বিষয়ে কথা বলার সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ক্যাসিনো কাণ্ড নিয়ে যখন এত কথা, এত কেচ্ছা; তখন কেন তিনি এ বিষয়ে মুখ খুলতে গেলেন। অবশ্য রাশেদ খান মেনন সাহেব এখন উল্টো সুরে কথা বলছেন। তিনি ইউটার্ন নিয়ে ফেলেছেন অলরেডি। তিনি বলেছেন- তিনি এভাবে বলেননি, তার বক্তব্যটা খণ্ডিতভাবে প্রকাশ করা হয়েছে। তিনি একটা দলের সভাপতি, পত্র-পত্রিকায় নানান ধরনের খবর আসছে, এর প্রতিক্রিয়া ও অন্যান্য বিষয়ও আছে। তাদের দলের মূল্যায়নে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে আগামী দিনগুলোতে- সে বিষয়ে আমার মন্তব্য করা সমীচিন নয়।’

তিনি বলেন, ‘১৪ দলের সমন্বয়ক নাসিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন- তারা নিজেরা আলাপ আলোচনা করেছেন, বিষয়টা আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছে এবং পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

কাদের বলেন, ‘শরিক দলের একজন নেতার জন্য ১৪ দল ভাঙতে পারে না। ১৪ দল অটুট থাকবে এবং ঐক্যে কোন ভাঙন আসবে না। একজন ব্যক্তি যদি ভিন্নমত পোষণ করেন, তার জন্য একটা জোটের অপমৃত্যু হতে পারে না।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে তিনি বলেন, ‘আপনারা প্রস্তুতি নিতে থাকেন। নেত্রীর সঙ্গে আলাপ করে তারিখ আমি পরে আপনাদের জানিয়ে দিবো। এখানে একটা বিষয় আছে যে নির্বাচন কমিশন আগামী বছরের প্রথম দিকে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের চিন্তাভাবনা করছে। কাজেই সিটি করপোরেশন নির্বাচন করলে সেটাও বেশিদিন বাকী নেই। সিটি করপোরেশন নির্বাচনেরও একটা প্রস্তুতি নিতে হবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন