বিলসের সেমিনারে বক্তারা

শিল্পবিরোধ নিষ্পত্তিতে মালিক শ্রমিক দুইপক্ষকেই এগিয়ে আসতে হবে

নিজস্ব প্রতিবেদক

যেকোনো শিল্পেই অনেকগুলো পক্ষ থাকে। এখানে মালিকপক্ষ থাকে, থাকে শ্রমিক ব্যবস্থাপনাসহ আরো নানা পক্ষ। সুতরাং ট্রেড ডিসপিউট বা শিল্পবিরোধ সৃষ্টি হওয়া স্বাভাবিক। আমাদের ইন্ডাস্ট্রিগুলোয় মালিক শ্রমিকপক্ষের মধ্যে সবচেয়ে বেশি বিরোধের সৃষ্টি হয়। বার্গেইনিং (দরকষাকষি) ট্রেড ইউনিয়ন নিয়ে উভয় পক্ষের মধ্যেই ভুল বোঝাবুঝি হয়। তাই শিল্পবিরোধ নিষ্পত্তিতে উভয় পক্ষকেই সমানভাবে এগিয়ে আসতে হবে। এতে আমাদের শিল্পে উন্নতির পাশাপাশি দেশের অর্থনীতি শক্তিশালী হবে।

গতকাল রাজধানীর ডেইলি স্টার ভবনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত অ্যানালাইজিং দ্য রোল অব ডিফারেন্ট অথরিটিজ ইন ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট সেটেলমেন্ট অ্যান্ড ডেভেলপিং কমপ্রিহেনসিভ রিকমেন্ডেশন্স শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. মুজিবুল হক। সেমিনারে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক . মনিরুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব একেএম রফিকুল ইসলাম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক বিজিএমইএর অতিরিক্ত সচিব (শ্রম) মো. রফিকুল ইসলাম। আলোচক ছিলেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক জেডএম কামরুল আনাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল ইসলামসহ আরো অনেকে। বিলসের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভূঞার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সদস্য নইমুল আহসান জুয়েলের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিলসের নির্বাহী পরিচালক মো. জাফরুল হাসান।

মুজিবুল হক বলেন, শ্রমিকের প্রচলিত সংজ্ঞার বিষয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। আধুনিক চিন্তাচেতনার পরিপ্রেক্ষিতে এটাকে পরিবর্তন করতে হবে। তিনি বলেন, নতুন কোনো ট্রেড ইউনিয়নের প্রস্তাব এলেই মালিকপক্ষ এর ঘোর বিরোধিতা করে। এটি ঠিক নয়। কেননা শ্রমিকের প্রতিনিধির সঙ্গে আপনাদের কথা বলার প্রয়োজন হতে পারে। কিন্তু ট্রেড ইউনিয়ন ছাড়া এটি সম্ভব নয়। এদিকে শ্রমিকপক্ষের অনেকেই আছেন, যারা ট্রেড ইউনিয়নের প্রস্তাব নিয়ে আসেন, কিন্তু ট্রেড ইউনিয়ন কী বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নেই। অনেকে চলার জন্য ট্রেড ইউনিয়ন গঠনের প্রস্তাব নিয়ে আসেন।

তার মতে, ট্রেড ইউনিয়ন বিষয়ে মালিক শ্রমিকপক্ষ উভয়ের ভালো ধারণা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন