পরিবেশ দূষণ

আরএসআরএমসহ ৩ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামের শীর্ষস্থানীয় তিন প্রতিষ্ঠান রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম), ডেনিম এক্সপার্ট লিমিটেড ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকার্সকে লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক জরিমানার আদেশ দেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (মহানগর) সংযুক্তা দাশগুপ্তা বণিক বার্তাকে বলেন, ১৭ অক্টোবর নগরীর বায়েজিদ বোস্তামী থানার নাসিরাবাদে আরএসআরএম কারখানা পরিদর্শনের সময় বায়ুদূষণের প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তরের টিম। এছাড়া ১৫ অক্টোবর নগরীর সাগরিকা শিল্প এলাকায় ফ্লেভারস কারখানা ১৭ অক্টোবর কর্ণফুলী ইপিজেডে ডেনিম এক্সপার্ট কারখানা পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের টিম। দুটি কারখানা তরল বর্জ্য নির্গমণের মাধ্যমে পরিবেশের ক্ষতি করছে। পরে ওই তিনটি প্রতিষ্ঠানকে গতকাল শুনানিতে হাজিরের নোটিস দেয়া হয়। হাজির হওয়ার পর তাদের জরিমানা করার পাশাপাশি দূষণ বন্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে। সময় আরএসআরএমকে লাখ ৭৬ হাজার টাকা, ডেনিম এক্সপার্টকে লাখ হাজার ৪০০ টাকা ফ্লেভারসকে হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন