দেশজুড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বণিক বার্তা ডেস্ক

 জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয় স্লোগানে দেশজুড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে গতকাল দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক জনপথ অধিদপ্তর (সওজ) স্থানীয় প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা আলোচনা সভার আয়োজন করা হয় প্রতিনিধিদের পাঠানো খবর

বাগেরহাট: দিবস উপলক্ষে সকালে শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভার অতিরিক্ত জেলা প্রশাসক দেব প্রসাদ পালের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায়, সওজের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান, বিআরটিএর সহকারী পরিচালক (এডি) তানভীর আহমেদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রমুখ বক্তব্য রাখেন

বগুড়া: দিবস উপলক্ষে বগুড়া বিআরটিএ সার্কেলের উদ্যোগে শোভাযাত্রা আলোচনা সভার আয়োজন করা হয় এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বগুড়া হাইওয়ে পুলিশের এসপি জাহাঙ্গীর হোসেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুর রহমান, বিআরটিএর এডি সৈয়দ মেজবাহ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন

নওগাঁ: সকালে বিআরটিএ নওগাঁ সার্কেলের উদ্যোগে ডিসি কার্যালয়ের চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয় এতে নেতৃত্ব দেন ডিসি মো. হারুন অর রশিদ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হক, সওজের নির্বাহী প্রকৌশলী    মোহাম্মদ হামিদুল হক প্রমুখ অংশ নেন

কিশোরগঞ্জ: দিবস উপলক্ষে সকালে পুরাতন স্টেডিয়াম থেকে একটি শোভাযাত্রা বের করা হয় পরে কালেক্টরেট চত্বরে তৃতীয় শ্রেণী কর্মচারী ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি ছিলেন ডিসি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় এসপি মো. মাশরুকুর রহমান খালেদ, সওজের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম, বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. ফয়েজ আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন

সিরাজগঞ্জ: সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয় পরে ডিসি কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয় ডিসি . ফারুক আহাম্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোজ মাহমুদ, সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম, সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রাং, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, বিআরটিএর এডি আতিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন