ক্রিকেটারদের বিসিবির হুঁশিয়ারি

ক্রীড়া প্রতিবেদক

 ১১ দফা দাবি সামনে রেখে সাকিব আল হাসানদের ক্রিকেট বর্জনের কর্মসূচি নিয়ে প্রাথমিক অবস্থায় মনে হয়েছিল, সমস্যা সমাধানে কিছুটা নমনীয় ভূমিকা নেবে বাংলাদেশ ক্রিকেট শাসক সংস্থা বিসিবি সোমবার ক্রিকেটারদের ১১ দফার পরিপ্রেক্ষিতে প্রাথমিক প্রতিক্রিয়ায় বিসিবিপ্রধান নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, এটা বিদ্রোহ নয় খেলোয়াড়রাও বোর্ডের অংশ আলোচনা করেই সমাধানে পৌঁছানো যাবে কিন্তু গতকাল দেখা গেল সাকিব-তামিমদের ১১ দফার প্রতি কঠোর অবস্থান নিয়েছে বিসিবি পুরো বিষয়টিকে পরিকল্পিত ষড়যন্ত্র উল্লেখ করে, ক্রিকেটারদের প্রতি হুঁশিয়ারি বার্তা দিয়েছে ক্রিকেট শাসক সংস্থাটি

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ভাষায়, খেলোয়াড়রা খেলতে চাইলে খেলবে, খেলতে না চাইলে খেলবে না কোনো জবরদস্তি করা হবে না ক্যাম্পে আসতে চাইলে আসবে, ভারত সফরে যেতে চাইলে যাবে গতকাল দুপুরে ৭০ মিনিটের দীর্ঘ সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের ১১ দফার মধ্যে চক্রান্ত আর ষড়যন্ত্রের বিষয়টি টেনে এনেছেন বারবার বলেছেন, বাংলাদেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে ভারত সফর যদি না হয়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এসবই ষড়যন্ত্রের অংশ

সামনে ক্রিকেটাররা থাকলেও পেছনে কলকাঠি নাড়ছেন অন্যরা, এমন দাবিও করেছেন পাপন অল্প সময়ের মধ্যে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার ঘোষণাও দিয়েছেন বিসিবিপ্রধান, ষড়যন্ত্রের কথা সরকার থেকে শুরু করে সবাই জানে তবে সব ক্রিকেটার এর সঙ্গে জড়িত নেই না বুঝেই এসেছে বেশির ভাগ ক্রিকেটার দু-একজন জানে এদের খুঁজে বের করা দরকার আমরা কয়েকদিন সময় চাচ্ছি আপনাদের কাছে আমরা সব বের করে ফেলব

ক্রিকেটাররা টাকার জন্য ধর্মঘট করেনি বলেও জানান বিসিবিপ্রধান তার কথায়, টাকার জন্য ক্রিকেটাররা ধর্মঘটে গিয়েছে, এটা আমি বিশ্বাস করতে পারছি না এর পেছনে অন্য কারণ আছে দেশের ভাবমূর্তি নষ্ট করতে তারা সফল হয়েছে তারা বিসিবির কাছে না এসে মিডিয়ার সামনে ধর্মঘটের ডাক দিয়েছে আমাদের কাছে এলে সমস্যার সমাধান হয়ে যেত তাই আসেনি ষড়যন্ত্রের কৌশল সফল হয়েছে উল্লেখ করে পাপন বলেছেন, বিসিবিকে না জানিয়ে ধর্মঘটের কৌশল সফল হয়েছে এতে করে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ধ্বংস করা গেছে খবরের পর থেকে আমাদের কাছে আইসিসি অন্য দেশের বোর্ড থেকে অনবরত ফোন আসছে

এদিকে সাকিবদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা) সংগঠনটির নির্বাহী সভাপতি টনি আইরশ বলেছেন, বাংলাদেশের

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন