ভারতে ব্যাংক কর্মীদের ধর্মঘট

গতকাল ভারতের ব্যাংক কর্মীরা ধর্মঘট পালন করেছেন। ধর্মঘটের জেরে সেবা ব্যাহত হয়, অধিকাংশ এটিএম বুথ ছিল বন্ধ। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহক। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর একীভূতকরণের প্রতিবাদে একদিনের ধর্মঘটের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ) ও ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া (বিইএফআই)

১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে একীভূত করে চারটি করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। এ সিদ্ধান্তের প্রতিবাদের পাশাপাশি আরো কিছু দাবি-দাওয়া নিয়ে ধর্মঘটের ডাক দেয় ব্যাংক কর্মী-অফিসারদের এ দুই সংগঠন। এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি জানিয়েছে, ব্যাংক একীভূতকরণ ও বেসরকারীকরণের চেষ্টা, গ্রাহকদের ওপর বিভিন্ন চার্জ বসানোসহ বিভিন্ন দাবিতে এ ধর্মঘট। এছাড়া অনাদায়ী ঋণ আদায়, ঋণখেলাপিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং চাকরির নিশ্চয়তার দাবিও জানিয়েছে তারা।

গতকাল সকাল থেকেই অধিকাংশ ব্যাংকের সামনে কর্মীরা জমায়েত হন। তবে অধিকাংশ ব্যাংকের দরজা ছিল বন্ধ। ধর্মঘটে শামিল হয়েছিলেন এটিএম পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাও। ফলে অধিকাংশ এটিএম বুথ বন্ধ ছিল।

সূত্র: লাইভমিন্ট

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন