লিভারপুলের ঘুরে দাঁড়ানোর মিশন

টানা ষষ্ঠ জয়ের খোঁজে বার্সা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা লিভারপুল খেলবে বেলজিয়ান দল গেঙ্কের মাঠে, আর বার্সেলোনা খেলবে চেক দল স্লাভিয়া প্রাগের মাঠে দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়

সব ধরনের ফুটবলে টানা ষষ্ঠ জয়ের লক্ষ্যে নামবে বার্সেলোনা কাতালোনিয়ার রাজনীতিকে একপাশে রেখে জয়ের ধারায় রয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা শনিবার তারা এইবারকে - ব্যবধানে হারায় লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আতোয়াঁ গ্রিজম্যানের গোলে ওই জয়ের পর রিয়াল মাদ্রিদ হেরে গেলে টেবিলের শীর্ষস্থান পায় বার্সেলোনা এর আগে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে - গোলে হারায় আর্নেস্তো ভালভার্দের দল

আগামী শনিবার বার্সেলোনার মাঠে এল ক্ল্যাসিকো হওয়ার কথা ছিল তবে বৈরী রাজনৈতিক পরিস্থিতির কারণে ম্যাচটি স্থগিত করা হয় এতে সুবিধাই হয়েছে বার্সেলোনার কেননা আজ ম্যাচ খেলার তিনদিনের মধ্যে আরেকটি বড় ম্যাচের ধকল সহ্য করতে হবে না মেসিদের

প্রাগে অপেক্ষাকৃত ঠাণ্ডা পাশাপাশি স্বাগতিক দলটির ফর্মও চিন্তার কারণ হতে পারে ভালভার্দের জন্য শনিবার ঘরোয়া লিগে ছোট দল প্রিব্রামের বিপক্ষে এক গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত - গোলের জয় তুলে নেয় স্লাভিয়া লিগে তাদের ছয় পয়েন্টের লিড

দুই রাউন্ড শেষে এফ গ্রুপে পয়েন্ট টেবিলের দুইয়ে বার্সেলোনা ইন্টারকে হারানোর আগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ড্র করে দলটি গোল ব্যবধানে বার্সাকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে ডর্টমুন্ড ইন্টারের সঙ্গে - গোলে ড্র করা স্লাভিয়া টেবিলের তিনে, ইন্টার রয়েছে চারে জার্মান দলটি অবশ্য আজ ইন্টারের মাঠে খেলতে যাবে অধিনায়ক মার্কো রেউস ইংলিশ তারকা জ্যাডন সানচোকে ছাড়াই

চ্যাম্পিয়ন লিভারপুলের আজ ঘুরে দাঁড়ানোর মিশন দুর্দান্ত ফর্মে থাকা অল রেডরা প্রিমিয়ার লিগে প্রথম পয়েন্ট হারিয়েছে রোববার ম্যানইউর মাঠে - গোলে ড্র করে ইয়ুর্গেন ক্লোপের দল সেই হতাশা তাড়াতে আজ গেঙ্কের মাঠে জিততে চাইবেন ক্লোপ চ্যাম্পিয়ন্স লিগেও জয়টা খুব গুরুত্বপূর্ণ তার দলের জন্য গ্রুপে দুই ম্যাচের মধ্যে একটিতে যে হেরে বসেছে তারা ন্যাপোলির মাঠে - গোলের হার দিয়ে মিশন শুরু অল রেডদের পরে অবশ্য অ্যানফিল্ডে রেড বুল সলজবুর্গকে - গোলে হারিয়ে সঠিক রাস্তায় ফেরে ইংলিশ জায়ান্টরা আজ গ্রুপের অন্য ম্যাচে রেড বুলের

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন