কানাডার জাতীয় নির্বাচন

জিতলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি ট্রুডোর লিবারেল পার্টি

বণিক বার্তা ডেস্ক

 কানাডার নির্বাচনে জিতলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি ট্রুডোর লিবারেল পার্টি ফলে সরকার গঠনে ছোট দলগুলোর ওপর নির্ভর করতে হবে ট্রুডোকে খবর গার্ডিয়ান বিবিসি

বেসরকারি ফলাফলে হাউজ অব কমন্সের মোট ৩৩৮টি আসনে লিবারেল পার্টি পেয়েছে ১৫৭টি সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৭০টি আসন প্রয়োজন এদিকে অ্যান্ড্রো শিয়ারের কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন গত নির্বাচনে বিরোধী দলটি পেয়েছিল ৯৫টি আসন অন্যদিকে এবার মাত্র ২৪টি আসন পেয়েছে জাগমিট সিংয়ের বামঘেঁষা নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) গতবারের চেয়ে কম আসন পেলেও ট্রুডোর পার্টি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জাগমিট সিংয়ের এনডিপি

এদিকে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসার পর মন্ট্রিয়লে সমর্থকদের উদ্দেশে ট্রুডো বলেন, কারো কষ্ট হোক তা আমরা চাই না, আমরা চাই সবার সমৃদ্ধি সাধারণ উদ্দেশ্য পূরণে আমরা ঐক্যবদ্ধ হতে পারলে, তা অর্জন করা সম্ভব বলে আমার বিশ্বাস তিনি বলেন, ফলাফলের মধ্য দিয়ে কানাডার জনগণ প্রগতিশীল নীতির পক্ষে তাদের সমর্থন সুস্পষ্ট করেছেন লিবারেল পার্টির ওপর আস্থা রাখায় ভোটারদের আমরা ধন্যবাদ জানাই জনগণের সমর্থন নিয়ে কানাডা সঠিক পথেই এগোবে আপনারা যাকেই ভোট দিয়ে থাকেন না কেন, আমরা কানাডার সব অধিবাসীর কল্যাণে কাজ করব ট্রুডোর কণ্ঠে সংহতির সুর সত্ত্বেও লিবারেলদের এক হাত নিয়েছে বিরোধী দলের নেতা শিয়ার নিজ সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, মি. ট্রুডো! জেনে রাখুন, আপনার পার্টি ব্যর্থ হলে কনজারভেটিভরা নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে আর সে নির্বাচনে আমরাই জিতব

এদিকে নির্বাচনের বেসরকারি ফলাফল প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই ট্রুডোকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট লেখেন, লিবারেলদের বিজয় কষ্টার্জিত হলেও অসাধারণ ট্রুডোর অধীনে কানাডা দক্ষতার সঙ্গে পরিচালিত হবে বলেই আমাদের বিশ্বাস দুই দেশের সম্পর্ক উন্নয়নে আপনার সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি প্রসঙ্গত, ট্রাম্প ট্রুডোর মধ্যে সদ্ভাব নেই গত বছর কুইবেকে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে ট্রুডোকে অসৎ বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার শেষ দিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন পেয়েছেন ট্রুডো তবে ওবামার সমর্থন তার জন্য হিতে বিপরীত হয়েছে বিশেষত বর্ণবাদ ইস্যু বড় ধরনের একটি দুর্নীতি তদন্তে দীর্ঘসূত্রতার জেরে কিছুটা ম্লান হয়ে পড়েছিল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন