যুক্তরাষ্ট্র কথা না রাখলে সিরিয়ায় ফের অভিযান: এরদোগান

বণিক বার্তা ডেস্ক

 তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি পূরণ না করে, তবে সিরিয়ার উত্তরাঞ্চলে ফের অভিযান শুরু করা হবে খবর রয়টার্স

সীমান্ত এলাকা থেকে কুর্দি গেরিলাদের সরে যাওয়ার শর্তে ওয়াশিংটনের মধ্যস্থতায় গত সপ্তাহে পাঁচদিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল আঙ্কারা গতকাল যুদ্ধবিরতি শেষ হয়েছে

রাশিয়া সফরে যাওয়ার আগে আঙ্কারায় সাংবাদিকদের এরদোগান বলেন, সিরিয়ার সীমান্ত এলাকায় তুরস্ক যে নিরাপদ অঞ্চল গড়তে চায়, যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র সেখান থেকে কুর্দিদের সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ওয়াশিংটন প্রতিশ্রুতি না রাখলে আমরা ফের অভিযান শুরু করব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে এরদোগানের

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে তত্পরতা চালানো কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ওয়াইপিজি গেরিলাদের সংযোগ রয়েছে বলে সন্দেহ করে আঙ্কারা তারা ওয়াইপিজি গেরিলাদেরও সন্ত্রাসী হিসেবেই বিবেচনা করে যুদ্ধবিরতির শর্ত হিসেবে তারা যুক্তরাষ্ট্রকে সিরিয়ার সীমান্ত অঞ্চল থেকে ওয়াইপিজি গেরিলাদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে (এসডিএফ) সরিয়ে নিতে বলেছিল

প্রায় দুই সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার দেয়ার পর তুরস্ক অভিযান শুরু করেছিল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন