বাংলার স্থাপত্যে পাশ্চাত্য প্রভাব

সুমন বিশ্বাস , ড. এটিএম মাসুদ রেজা

স্থাপত্য সমাজ সময়ের প্রতিচ্ছবি প্রযুক্তির সঙ্গে রয়েছে স্থাপত্যের ওতপ্রোত সম্পর্ক প্রযুক্তি ছাড়াও এই বিদ্যা নির্ভর করে ওই স্থানে প্রাপ্ত নির্মাণ উপকরণ এবং সেখানকার নির্মাণ শ্রমিকের দক্ষতার ওপর সবচেয়ে প্রধান ভূমিকা পালন করেন সেই স্থাপত্যের পৃষ্ঠপোষক রুচিবোধের সঙ্গে তার প্রজ্ঞা, তার দূরদর্শী চিন্তার প্রতিফলন সে স্থাপত্য স্থপতিরা শিল্পীর মতো মুক্ত নয় তাকে ধারণ করতে হয় পৃষ্ঠপোষকের স্বপ্ন এখানে একজন স্থপতির ভূমিকা এবং সার্থকতা দেশ, কাল, স্থান, আবহাওয়া, জলবায়ু, ঐতিহ্য, সংস্কৃতি ধারণ করে একজন স্থপতিকে চিন্তা করতে হয়, চাহিদা পূরণ করতে হয় পৃষ্ঠপোষকের লালিত ভাবনার; আবার তাকেই স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখাতে হয় ভবিষ্যৎ প্রজন্মকে ইতালীয় স্থপতি রেঞ্জো পিয়ানোর ভাষায় বলতে হয়, ‘স্থাপত্য সাংঘাতিক এক পেশা একজন লেখক খারাপ একটি বই লিখলে পাঠক হয়তো পড়বে না কিন্তু একটি খারাপ স্থাপত্য মানুষকে বাধ্য করে কদর্যতায় শত বছর ব্যবহার করতে

পঞ্চদশ শতকে ১৪৯৭ থকে ১৪৯৯ সময়কালে পর্তুগিজ পর্যটক ভাস্কো দা গামা সাগর পাড়ি দিয়ে ভারত আসেন, যার মাধ্যমে প্রথম প্রাচ্য আর পাশ্চাত্য তথা ভারতের সঙ্গে ইউরোপের যোগাযোগ ঘটে তার আগমন আটলান্টিক মহাসাগরের সঙ্গে ভারত মহাসাগরকে যেমন সংযোগ করে, তেমনি পশ্চিমা সংস্কৃতির সঙ্গে প্রাচ্যের সেতুবন্ধ ঘটায় তারই ধারাবাহিকতায় ১৫১৪ সালে প্রথম পর্তুগিজরা ভারতের কোচিনে কুঠি স্থাপন করে ১৫১৬ সালে তারা বাংলায় আসে এবং ১৫১৭ সালে প্রথম চট্টগ্রাম সপ্তগ্রামে বাণিজ্য কুঠি স্থাপন করে ১৬০২ সালে হল্যান্ডের অধিবাসীডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিগঠন করে এবং কোম্পানির সনদ অনুযায়ী তারা কালিকট, নাগাপট্টম বাংলার চুঁচুড়া বাকুড়ায় বাণিজ্য কুঠি স্থাপন করে ১৬০০ সালে ইংরেজরাইস্ট ইন্ডিয়া কোম্পানিগঠন করে এবং ১৬০৮ সালে মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি পায় ১৬৫৮ সালে জেমস হার্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে প্রথম ঢাকায় আসে, যার মধ্য দিয়ে বাংলায় ইংরেজদের আগমন ঘটে ডেনমার্কের বণিকরাডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিগঠন করে ১৬২০ সালে দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলার ত্রিবাঙ্কুর এবং ১৬৭৬ সালে বাংলার শ্রীরামপুরে বাণিজ্য কুঠি স্থাপন করে উপমহাদেশে সর্বশেষে ইউরোপীয় কোম্পানিফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি’, তারা ১৬৬৪ সালে কোম্পানি গঠন

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন