চিলিতে ১১ বিক্ষোভকারী নিহতের তদন্ত চেয়েছে জাতিসংঘ

বণিক বার্তা ডেস্ক

 চিলিতে চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করা হলেও তা উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রেখেছে বিক্ষুব্ধ জনগণ স্থানীয় সময় সোমবার রাজধানী সান্তিয়াগোতে জরুরি অবস্থা ভেঙে পুলিশের মুখোমুখি হয় বিক্ষোভকারীরা অব্যাহত সংঘর্ষ, অগ্নিকাণ্ড লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১১ জনের নিহত হওয়ার কথা জানা গেছে বিক্ষোভকারীদের নিহতের বিষয়ে একটি স্বতন্ত্র তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট খবর সিবিএস নিউজ ডয়েচে ভেলে

গত সপ্তাহে মেট্রোর ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় লাতিন আমেরিকার দেশ চিলিতে সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলনে চাপের মুখে অতিরিক্ত ভাড়া সরিয়ে নিতে বাধ্য হয় সরকার কিন্তু এর পরও জনগণের বিক্ষোভ অব্যাহত রয়েছে বিক্ষোভ মূলত লাতিন আমেরিকান তুলনামূলক অন্যতম স্থিতিশীল দেশটির ক্রমবর্ধমান উচ্চ জীবনযাপন ব্যয় নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের প্রতিফলন

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে জলকামান কাঁদানে গ্যাস ব্যবহার করতে দেখা গেছে দেশের পরিস্থিতি নিয়ে রোববার রাতে প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেন, দেশ একটি শক্তিশালী, নিষ্ঠুর শত্রুর সঙ্গে লড়াইয়ে রয়েছে

চিলিতে বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় স্বতন্ত্র তদন্তের আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধান ব্যাচলেট ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউটের পরিসংখ্যান উল্লেখ করে বলেন, নিহতের সংখ্যা সর্বোচ্চ ১৩ হতে পারে আহত হয়েছেন ৪৪ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক এছাড়া ২৮৩ জন আটক রয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন